বৈষম্য
★★★
লায়ন সোবহান হাওলাদার
★★★★★★★
কোটা সংস্কারের বৈষম্য
আজ ধরা দিয়েছে বিভিন্নরুপে,
চারিদিকে শুধু বৈষম্য আর বৈষম্য
বৈষম্য এসেছে অটোপাশের দাবিতে
বৈষম্য আসে আনসার রুপে
কখনও আসে ধর্মের আবরণে।
বৈষম্য এসেছে পোশাক শিল্পে
বৈষম্য এসেছে ফার্মাসেক্টরে
শাহবাগ,প্রেসক্লাব আজ বৈষম্যের শিকার
প্রতিদিন বৈষম্যভোগীদের পদাঘাতে
তাদের বুক আজ ক্ষতবিক্ষত
বৈষম্যের মিথ্যা অজুহাতে
অনেক শিক্ষক হারিয়েছে চাকরি
সুযোগে কেউ পেয়েছে প্রোমোশন।
বৈষম্য সৃষ্টিকারীরাই নিচ্ছে সুযোগ
আবার ফিরে আসতে চায় স্বগৌরবে
পরিবারের মধ্যে বৈষম্য
দলের মধ্যে বৈষম্য
বৈষম্য লুকিয়ে আছে
মানুষের মনের মাঝে
সত্যিকারের বৈষম্য নির্মূলে
দূর করতে হবে মানুষের মনের বৈষম্য ।
অগণিত বৈষম্য কী দূর করা সম্ভব
এই স্বল্প মেয়াদী সরকারের?
https://slotbet.online/