• শনিবার, ২৪ মে ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠির গগণ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত এজাজ হাসান। জমি নিয়ে বিরোধে প্রাণ গেল সমির মল্লিকের, স্বজনদের অভিযোগ চাচাতো ভাইয়ের শাবলের আঘাতে মৃত্যু। টিএমএসএস এনজিও’র হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। জুলাই গণহত্যা মামলায় গ্রেফতার আতংকে গণপূর্তের ৩ নির্বাহী প্রকৌশলী।  “অপ-সাংবাদিকতারোধে দায়িত্বশীল হতে হবে” – ঝালকাঠিতে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান। ঝালকাঠিতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার। ঝালকাঠিতে করাত কল মালিক সমিতির দাবি বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা। ঝালকাঠির বিনয়কাঠিতে আন্ত:ইউনিয়ন লংপিচ টুর্ণামেন্ট ও পুরস্কার বিতরণী। ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা নিয়েছেন ছয় শতাধিক রোগী। বিএনএস-এর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন সাংবাদিক নেতা কামরুল ইসলাম।

আগষ্টিনের ইফতার পার্টির নামে মুসলিম সমবায়িদের সাথে তামাশা!

Reporter Name / ১৭৮ Time View
Update : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

খ্রিষ্টান আগষ্টিন পিউরিফিকেশন চেইন মদ্যপ। মদের বোতল সব সময় সাথে থাকে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ জাতীয় পর্যায়ের সমবায় সমিতি দি কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) অবৈধ ভাবে দখল নেয়ার পর সমবায়িদের আপত্তি উপেক্ষা করে কালব রিসোর্টে চালু করেছেন মদের বার। অথচ মদ্যপ ও মদের কারবারি খ্রিষ্টান আগষ্টিন পবিত্র রমজান মাসে ইফতার পার্টি আয়োজনের নামে কালব এর মুসলিম সদস্য ও স্টাফদের সাথে প্রহসন শুরু করেছেন।

কালব সূত্রে জানা গেছে, দখলদার আগষ্টিন পিউরিফিকেশন সমবায়িদের কাছে ” মদ-মাতাল, চরিত্রহীন, ওয়াগন ভাঙ্গা সমবায়ী” হিসেবে অভিহিত। অথচ তিনি রমজান মাসে মতবিনিময় ও ইফতার পার্টি আয়োজনের নামে কালব এর মুসলিম সদস্য ও স্টাফদের ধর্ম কর্মে বিঘ্ন সৃষ্টি করছেন। অন্যদিকে সমবায়িদের কষ্টার্জিত অর্থ অপচয় করছেন। আগষ্টিনের সাথে সারথী হয়েছেন আরেক মদ্যপ জেনারেল ম্যানেজার প্যাট্রিক পালমা ও উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকন এর অন্যতম ডোনার ও কালব এর ট্রেজারার নরেশ চন্দ্র বিশ্বাস।

নাম প্রকাশে অনিচ্ছুক কালব এর একজন মুসলিম ডেলিগেট বলেন, আমরা রোজা রাখি ও তারাবির নামাজ পড়ি। অথচ খ্রিষ্টান আগষ্টিন ও প্যাট্রিক পালমা ও ইসকন সদস্য নরেশ চন্দ্র বিশ্বাস বিনা প্রয়োজনে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ইফতার পার্টি আয়োজন করে আমাদের নামাজ রোজায় বিঘ্ন সৃষ্টি করছেন। অনুষ্ঠানে যোগদানের কারনে তারাবির নামাজ আদায় করা সম্ভব হয়নি। প্রতিবাদ করেন না কেন, জানতে চাইলে এই ডেলিগেট বলেন, মাফিয়া আগষ্টিনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে, ষড়যন্ত্র করে আমাদের ডেলিগেটশীপ বাতিল বা সমিতির ঋণ বন্ধ করে দিবে। আবার স্টাফরা প্রতিবাদ করলে তাদের চাকরিচ্যুত করবে। এই ভয়ে অনিচ্ছা সত্ত্বেও সদস্য ও স্টাফদের তামাশার ইফতার পার্টিতে যোগ দিতে হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি কালব রিসোর্টে খ্রিষ্টান আগষ্টিন, প্যাট্রিক পালমা,রোমেল ক্রুজ ও ইসকন নেতা নরেশ চন্দ্র বিশ্বাস কালব এর স্টাফ ও সদস্যদের সাথে মতবিনিময় ও ইফতার পার্টি আয়োজন করে। তামাশার ইফতার পার্টিতে মদ পরিবেশন করার অভিযোগ পাওয়া গেছে। এতে উপস্থিত মুসলিম সম্প্রদায়ের সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এবং মুসলিম সদস্যদের নামাজ আদায়ের ব্যবস্থা না করার অভিযোগ উঠেছে।

আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সহোচর এবং বর্তমানে কতিপয় বিএনপির নেতার আশ্রয়ে থাকা দখলদার মাফিয়া আগষ্টিনের ধর্ম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/