মোঃ মোশাররফ হোসাইন রাজু: বাংলাদেশ সরকারের রেজিস্ট্রেশন কৃত হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ Tem-HCSB এর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইব্রাহীম মিয়া ও পরিচালক মুহাম্মদ রাজ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাইখুল হাদীস হযরত মাওলানা আল্লামা মামুনুল হক সাহেবর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাম্প্রতিক সিলেটের ভয়াবহ বন্যায় ৫০০ অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ও কুড়িগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরনের বিষয়টি তুলে ধরেন। এ সময় সংস্থা হতে প্রকাশিত “মাসিক সৃষ্টির সেবা” পত্রিকাটি তুলে দেন। পরিচালক মুহাম্মদ রাজ বলেন-
উলামায়ে কেরামের সান্নিধ্য ও তত্ত্বাবধান ছাড়া কোনো নেক আমল পূর্ণতা পায় না। আর তাই তো অজস্র ব্যস্ততা সত্ত্বেও একটু সুযোগ পেলেই ছুটে যাই হক্কানী আলেমদের সান্নিধ্যে একটুখানি পরশ লাভ করতে। কর্মের গতিবেগ, উদ্যম ও প্রাণশক্তি বাড়াতে। সেই ধারাবাহিকতায় এবার গিয়েছিলাম শাইখুল হাদীস ইবনে শাইখুল হাদীস আল্লামা
মা//মু//নু//ল হক দা.বা. এর সাহচর্যে।
আমরা তাঁর হাতে তুলে দেই হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি থেকে প্রকাশিত পত্রিকা ‘সৃষ্টির সেবা’। তাঁর সমীপে সবিস্তারে বর্ণনা দেই আমাদের সেবা কার্যক্রম।
তিনি গভীর মনোযোগে আমাদের কথা শোনেন। আনন্দ প্রকাশ করেন। আমাদের টুকরো টুকরো নসিহত করেন। আহা কী সম্মোহনী তাঁর দৃষ্টি! কী প্রভাবক তাঁর একেকটি কথা!
বিদায় নেয়ার সময় মাথায় হাত বুলিয়ে দেন। আমাদের জন্য দোয়া করেন। কী গভীর মমত্ববোধ তাঁর। অদৃশ্য এক হাতছানি আমাদের সমস্ত দীর্ঘ পরিশ্রমের ক্লান্তি দূর করে দেয়। সেবার কাজে নতুন করে শক্তি সঞ্চারিত হয় হৃদয়ে। আলহামদুলিল্লাহ।
শাইখুল হাদীস আল্লামা মা//মু//নু//ল হক দা.বা. এর বড় ভাই শাইখুল হাদীস মাওলানা মাহফুজুল হক দা.বা. আমাদের হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির উপদেষ্টা। দেশের প্রখ্যাত অনেক আলেমের সাথে আমরা যোগাযোগ রেখে চলি। আলেমদের নেক দোয়া, নেক দৃষ্টি, নেগরানি ও পরামর্শই আমাদের সংস্থার মূল চালিকাশক্তি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমীন।
মুহাম্মাদ রাজ
Hafezzi Charitable Society Of Bangladesh-TEAM HCSB (Govt.Registration No S13879/22)
https://slotbet.online/