ঝালকাঠি প্রতিনিধি : বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশিস (সেলিম ভূঁইয়া)- এর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন বাবুগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক এস এম এজাজ হাসান ও বাংলাদেশ শিক্ষক সমিতি বাশিস-এর প্রকাশনা সম্পাদক মুসলিম আলী।
২৫ জানুয়ারি ঢাকা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশন মিলনায়তনে বার্ষিক কাউন্সিলে তাদেরকে ২জনকে ওই পদে মনোনয়ন প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি- বাকশিস ও বাংলাদেশ শিক্ষক সমিতির বাশিস এর সভাপতি মোঃ সেলিম ভূঁইয়া, মহাসচিব মোঃ জাকির হোসেন, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ঝালকাঠি জেলা বাকশিস ও বাশিস এর পক্ষ থেকে নবনির্বাচিত কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও প্রকাশনা সম্পাদক-কে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।
কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত প্রচার সম্পাদক অধ্যাপক এজাজ হাসান বলেন, আমাকে কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক নির্বাচিত করায় আমি কেন্দ্রীয় সভাপতি, মহাসচিবসহ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ এবং সকল পর্যায়ে নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
এদিকে বাশিস কেন্দ্রীয় নবগঠিত কমিটির প্রকাশনা সম্পাদক মোঃ মুসলিম আলী বলেন, আমাকে কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক নির্বাচিত করায় বাংলাদেশ শিক্ষক সমিতি বাশিস-এর কেন্দ্রীয় সভাপতি ও মহাসচিবসহ সকল সকল পর্যায়ের নেতা কর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
ঝালকাঠি জেলার এ দু’জন কৃতি সন্তান কেন্দ্রীয় কমিটির স্থান পাওয়ায় বিভিন্ন সংগঠন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ঝালকাঠি জেলার শিক্ষক নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নবনির্বাচিত নেতৃত্বয় শিক্ষকদের সকল দাবি বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
উল্লেখ্য নব নির্বাচিত প্রচার সম্পাদক অধ্যাপক এস এম এজাজ হাসান ও প্রকাশনা সম্পাদক মোঃ মোসলেম আলী ঝালকাঠি জেলার ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁরা শিক্ষকদের যৌক্তিক দাবি আদায়ের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। খ্যাতিমান এই ২ শিক্ষক নেতা শিক্ষকদের মনিকোঠায় ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন।
https://slotbet.online/