স্টাফ রিপোর্টার : গত ১৫ ই ডিসেম্বর রবিবার মানব সেবা সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৩য় তম বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পের আয়োজন করা হয়েছিল।উক্ত প্রোগ্রাম ১৫০ মানুষের ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ও ১৫ জনের ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট করা হয়।
উক্ত প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় ছিলেন উপদেষ্টা পরিষদ। সৌজন্যে: কপালিয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার। প্রোগ্রামে উপস্থিত ছিলেন প্রতিষ্টাতা – শাহরিয়ার রহমান,সাধারন সম্পাদক মারুফ মোলা, সাংগঠনিক সম্পাদক আসিফ ইকবাল,কোষাধ্যক্ষ ইমরান হোসেন , সাকিব,আল আমিন,গালিব,জোতি,আরমান,আলামিন,
নাদিরা,মিথিলা,হাসি,মিতু।
এছাড়া ও সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন উপদেষ্টা – আরিফ শেখ,হাদিউজামান শেখ,আলাউদ্দিন শেখ রাজু,ফজলে রাব্বি,শেখ সুমন,তানভির টিপু,ইনায়েত শেখ,মো হাসিব ভুইয়া,মেহেদি হাসান,লিপা রায়,শেখ রাসেল,নিসান আহম্মেদ,সোহেল রানা,হানিফ মিয়া,মো আরাফাত,আসিমুজামান আসিক, আনাফ অপু,আরশাফুল, সজীব,আরিফুল ইসলাম প্রমুখ
https://slotbet.online/