প্রেস বিজ্ঞপ্তি : সহকারী সচিব /সিনিয়র সহকারী সচিব /উপসচিবদের৫দফা এবং পিও ও এওদের ৫দফা নিয়ে আব্দুল খালেক সাহেব-এর নেতৃত্বে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পে-কমিশন-২০১৫ বাস্তবায়নের পর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রসহ সকল দ্রব্যের মূল্য ক্রমাগত বৃদ্ধির ফলে ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাওয়ায় কর্মকর্তা-কর্মচারীগণ আজ দিশেহারা হয়ে পড়েছে। কর্মকর্তা-কর্মচারীদের বর্তমান দুরর্বাস্থা থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে নিম্মে বর্ণিত দাবীসমূহ বাস্তবায়নের জন্য সবিনয় অনুরোধ করছেন।
দাবীসমূহঃ-
০১। সচিবালয়ে চাকুরিচ্যুত কর্মকর্তা কর্মচারীদের চাকুরিতে পূর্ণবহাল এবং পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা/কর্মচারীদের দ্রুত পদোন্নতির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;
০২। প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদের’কে উপ-সহকারি সচিব পদ নাম প্রদান পূবর্ক প্রথম শ্রেণীর গেজেটেট কর্মকর্তা পদে উন্নীতকরণ;
০৩। (ক) জাতীয় পে-স্কেল অবিলম্বে ঘোষণা করণ;
(খ) পেনশন ১০০% এবং পেনশন গ্র্যাচুাইটি ১:৫০০/- টাকা নির্ধারণ; (ক) পূর্বের ন্যয় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পূনর্বহাল।
(খ) বেতন গ্রেড ২০ দাফের পরিবর্তে ১০ দাফে নির্ধারণ; (গ) ফিভার হওয়ার সাথে সাথেই পদোন্নতির ব্যবস্থা করণ;
০৫। (ক) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ন্যায় সচিবালয়ে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের ২০% সচিবালয় ভাতা প্রদান;
(খ) সরকারি চাকুরিতে আবেদনের সবোচ্চ বয়স ৩০ এর পরিবর্তে ৩৫ নির্ধারণ;
উল্লেখ্য যে, উপরোক্ত দাবীগুলো গত ১২-০৭-২০২৩ খ্রি. তারিখে আপনার দপ্তরে পেশ করা হয়েছে।
গভীর শ্রদ্ধান্তে দাবীসমূহের আবেদনে স্বাক্ষর করেন-
মোঃ হান্নান সরদার প্রশাসনিক কর্মকর্তা যুগ্মআহবায়ক।
ও
মুহাম্মদ মাহে আলম প্রশাসনিক কর্মকর্তা সদস্য সচিব।
https://slotbet.online/