চিত্রনায়ক ফেরদৌস আহমেদ পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরব গেছেন। বৃহস্পতিবার সৌদি আরবের উদ্দেশে বিমানে চেপে বসেন তিনি। সামাজিক মাধ্যমে এ খবর অভিনেতা নিজেই দিয়েছেন।
আজ শুক্রবার দুপুরে নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন তিনি। সেখানে দেখা যায় কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুল্লিলাহ’।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন ফেরদৌস। যার ফলে তার পেশাগত ব্যস্ততার পাশাপাশি বেড়েছে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড।
এদিকে এর আগে গুঞ্জন উঠেছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন তিনি। তবে বিষয়টি নাকচ করে দেন তিনি। সেইসঙ্গে বলেছিলেন, অনেকেই বলছে শিল্পী সমিতি নির্বাচনে আমি অংশগ্রহণ করব। কিন্তু আমি এখন সবার শিল্পী সমিতির নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করব না।
ফেরদৌস আরও বলেছিলেন, আগে ছিলাম পর্দার নায়ক, এখন মাঠের নায়ক হতে চাই। দেশের দশের মানুষের জন্য কাজ করতে পারছি এটা আমার বড় প্রাপ্তি।
https://slotbet.online/