সজীব আল হোসাইন!ইতালি
প্রবাস জীবনের এক ঘেয়ামী দূর করতে নান্দনিকতা স্ফূর্তির প্রত্যাশায়
নরসিংদী জেলা সমিতি ভেনিসের
উদ্যোগে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে
নরসিংদী ফাউন্ডেশন এর সহযোগিতায় ও ট্রাভেল টক এর পরিচালনায় ইতালির ঐতিহ্য বাহী দর্শনীয় স্থান ক্যাসকাটা ভেরোনা ও রিভা দেল গার্দা আনন্দ ভ্রমণ ও পরিবার পরিজনের মিলন মেলা অনুষ্ঠিত হয়।বিশিষ্ট মুরুব্বি বিল্লাল হাসাইন,রাজনৈতিক ব্যক্তিত্ব মোস্তাক আহম্মেদ,রায়হান প্রধান,সুমন সরকার,আলমগীর রউফ
গোলাপ মোল্লা,পারভেজ মিয়া,
সোহরাফ হোসেন,কাওছার মিয়া,
শরিয়ত উল্লাহ,কাজী দানিস,মিঠুন মিয়া,সজীব মিয়া,মুন্না মিয়া সহ সমিতির নেতৃবৃন্দের তত্ত্বাবধানে মনোরম পরিবেশ ও সবুজের বুকে লেকের পানির উপর ছোট ছোট নৌকা ও ক্যাবল কারের মাধ্যমে ভ্রমন এনে দেয় প্রশান্তির স্পর্শ।আয়োজনে ছিল র্যাফেল ড্র ও বিজয়ীদের মাঝে বিতরণ করা হয় আকর্ষনীয় পুরস্কার।প্রবাসীরা মনে করেন,দেশের বাইরে বিশেষ করে এমন উদ্যোগ আনন্দ বিনোদনের পাশাপাশি দেশীয় কৃষ্টি সংস্কৃতির পরিচয় বহন করে।আগামীতে আরও বড় পরিসরে করার কথা জানান আয়োজকরা।
https://slotbet.online/