• সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
গণপূর্তের ১২ জন মাফিয়া চক্রের অনিয়ম ও দুর্নীতি’র বিরুদ্ধে মাঠে নেমেছে দুদকের অনুসন্ধানী টিম। প্রবাসী সাংবাদিক সজীব আল হোসাইন এর জন্মদিন উদযাপন! ঝালকাঠিতে ছাত্র জনতার গণ-অভ্যুত্থান স্মরণে ‘রেমিট্যন্স যোদ্ধা’ দিবস উদযাপন। “ভুয়া নয়, প্রকৃত মুক্তিযোদ্ধারাই জাতীয় গৌরব”—চসিক মেয়র ডা. শাহাদাত। নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ‘গোপন বৈঠক’, গ্রেপ্তার ২২, মেজর হেফাজতে। নলছিটি কৃষক দলের আয়োজনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান। গণপূর্তের ‘বিতর্কিত’ প্রকৌশলীদের দিকে দুদকের নজর : তালিকায় আছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম সোহরাওয়ার্দী এবং নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব গং। ঝালকাঠির সাওরাকাঠি বালিকা বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত । ইতালিতে নরসিংদী জেলা সমিতির আনন্দ ভ্রমন অনুষ্ঠিত। রাজারহাটে জনগণের পাশে জামায়াত,ঘড়িয়ালডাঙ্গার কর্দমাক্ত রাস্তায় ফিরে এলো হাঁটাচলার স্বস্তি।

দুই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশি কিশোর গবেষক আহনাফ বিন আশরাফ নাবিল

Reporter Name / ৪৭ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : মাত্র দশম শ্রেণির শিক্ষার্থী হলেও ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন একজন কিশোর গবেষক, সমাজকর্মী, উদ্ভাবক ও তরুণ নেতৃত্বদাতা হিসেবে। আহনাফ বিন আশরাফ নাবিল, ব্রাহ্মণবাড়িয়ার উদীয়মান মেধাবী তরুণ, এবার দুইটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও তুরস্কে, যেখানে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

🌍 আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের কিশোর প্রতিনিধি:
১⃣ Neotric Youth Summit 2025, USA
এই শীর্ষ সম্মেলনে ৬,৩৫,০০০+ আবেদনকারীর মধ্যে থেকে নির্বাচিত হয়েছেন মাত্র অল্প কিছু প্রতিনিধি—তাদের মধ্যে একজন হচ্ছেন আহনাফ। এই সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বজুড়ে তরুণ নেতৃত্ব, উদ্ভাবন, জলবায়ু সচেতনতা ও সামাজিক পরিবর্তনের বিষয়ে কাজ করতে পারবেন।

২⃣ Istanbul International Model United Nations (IIMUN), Turkey
এই সম্মেলনে তিনি কূটনৈতিকভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। সেখানে বৈশ্বিক সংকট, শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন ইস্যুতে তরুণ প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখবেন।

🔬 বিজ্ঞানচর্চা ও গবেষণামূলক কর্মকাণ্ড:
Founder and CEO of Young Sparks of Bangladesh
Young Sparks of Bangladesh হল একটি জাতীয় পর্যায়ের উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম, যার লক্ষ্য বাংলাদেশের ৬৪টি জেলার তরুণ প্রজন্মকে দক্ষতা, প্রযুক্তি, গবেষণা ও নেতৃত্বে এগিয়ে নেওয়া। এটি এমন এক মঞ্চ, যেখানে তরুণরা সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন ট্রেনিং, ওয়ার্কশপ, ক্যাম্প, গবেষণা, ও উদ্ভাবনী প্রজেক্টে অংশগ্রহণ করতে পারবে।
আমাদের লক্ষ্য:
“শিক্ষা, প্রযুক্তি, মানবতা ও পরিবেশ–এই চারটি স্তম্ভের ওপর ভিত্তি করে, আমরা গড়তে চাই এমন একটি বাংলাদেশ, যেখানে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের কেন্দ্র পর্যন্ত প্রতিটি তরুণের কাছে পৌঁছে যাবে জ্ঞান, সুযোগ ও পরিবর্তনের শক্তি।”

Research Academy of Science and Astronomy (RASA)-এর সহ প্রতিষ্ঠাতা হিসেবে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও মহাকাশ গবেষণার প্রতি আগ্রহ তৈরিতে কাজ করছেন।

Founder and Director of Science and Astronomy Club of Research (SACR)

আন্তর্জাতিক রোভার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী টিম Bangla Bot Xplorer (BBX)-এর COO, এবং Project Lead, Geological Lead, Deputy Lead হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাঁর নেতৃত্বে নির্মিত রোভার প্রজেক্ট ইতোমধ্যে European Rover Challenge এবং Canadian Rover Challenge-এ shortlisted হয়েছে।

তৈরি করেছেন সেন্সরভিত্তিক স্মার্ট সিস্টেম, যা জল, বাতাস ও মাটির দূষণ পরিমাপ, পরিবেশ বিশ্লেষণ, এবং গ্রামীণ কৃষি উন্নয়নে ব্যবহার করা যায়।

📱 উদ্ভাবনী অ্যাপ ও প্রযুক্তি উদ্যোগ:
তৈরি করেছেন Guardian Angel অ্যাপ, যা শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য, নিরাপত্তা, ও সুরক্ষা নিশ্চিতে কাজ করে।
এতে রয়েছে:

আত্মহত্যা প্রতিরোধী AI সাপোর্ট

সাইবার অপরাধ শনাক্তকরণ

রক্তদানের ব্যবস্থা, SOS ফিচার

শিশুদের জন্য সচেতনতামূলক গেম ও লার্নিং সেকশন

🤝 সমাজকর্ম ও শিশু অধিকার রক্ষায় ভূমিকা:
Volunteers Arena নামক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক, যা পথশিশুদের নিয়ে নিয়মিত কাজ করে।

শিশু অধিকার, মানসিক স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও প্রযুক্তি শিক্ষার মতো ইস্যুতে ৩০+ কর্মশালা করেছেন।

🏆 আন্তর্জাতিক স্বীকৃতি ও সম্মাননা:
International Children’s Peace Prize 2025-এ বাংলাদেশের একজন মনোনীত প্রতিনিধি।

জাতীয়ভাবে ২০০-৩০০ সার্টিফিকেট

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ২০টির বেশি সার্টিফিকেটও রিকমেন্ডেশন পেয়েছেন।
নাসা থেকে ৩এর অধিক সার্টিফিকেট

 

স্কুল, উপজেলা ও জেলা পর্যায়ে বিজ্ঞান অলিম্পিয়াড ও বিতর্কে চ্যাম্পিয়ন।

🧠 আহনাফ বলেন:
“আমি বিশ্বাস করি, একটি উদ্ভাবন একটি সমাজকে বদলে দিতে পারে। আমি চাই প্রযুক্তির মাধ্যমে শিশুদের জীবনে আলো আনা, সমাজের পিছিয়ে পড়া অংশকে এগিয়ে নেওয়া এবং বাংলাদেশকে বৈশ্বিক নেতৃত্বে তুলে ধরা।”

📣 আহবান:
এই সম্মেলনগুলোতে অংশগ্রহণের জন্য আহনাফ বর্তমানে স্পন্সর ও সহায়তা খুঁজছেন। ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে আহ্বান জানানো হচ্ছে, যেন তারা এই কিশোর গবেষককে তার স্বপ্নপূরণের পথে সহায়তা করেন।

📞 যোগাযোগ:
আহনাফ বিন আশরাফ নাবিল
Youth Researcher | Social Worker | Innovator | Delegate of Bangladesh
📍 ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
📱 ০১৯৩৭৫৩১২৯৫ (WhatsApp/Call);l99


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/