• সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে ছেলের ক্ন্ডা খাবারে বিশ মিশিয়ে বাবাকে হত্যা, মা ও ভাই অসুস্থ। গণপূর্তের ১২ জন মাফিয়া চক্রের অনিয়ম ও দুর্নীতি’র বিরুদ্ধে মাঠে নেমেছে দুদকের অনুসন্ধানী টিম। প্রবাসী সাংবাদিক সজীব আল হোসাইন এর জন্মদিন উদযাপন! ঝালকাঠিতে ছাত্র জনতার গণ-অভ্যুত্থান স্মরণে ‘রেমিট্যন্স যোদ্ধা’ দিবস উদযাপন। “ভুয়া নয়, প্রকৃত মুক্তিযোদ্ধারাই জাতীয় গৌরব”—চসিক মেয়র ডা. শাহাদাত। নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ‘গোপন বৈঠক’, গ্রেপ্তার ২২, মেজর হেফাজতে। নলছিটি কৃষক দলের আয়োজনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান। গণপূর্তের ‘বিতর্কিত’ প্রকৌশলীদের দিকে দুদকের নজর : তালিকায় আছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম সোহরাওয়ার্দী এবং নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব গং। ঝালকাঠির সাওরাকাঠি বালিকা বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত । ইতালিতে নরসিংদী জেলা সমিতির আনন্দ ভ্রমন অনুষ্ঠিত।

শাকিবের বাসায় অপু-বুবলীর ঢোকা নিষেধ!

Reporter Name / ৩৬১ Time View
Update : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

 খবর জনতা ডেস্ক:

আজকাল সিনেমায় অনিয়মিত হলেও অপু বিশ্বাস নিয়মিত বুবলীর সঙ্গে ঝগড়ায়। বুবলীও অভিনয়ের পাশাপাশি পর্যাপ্ত সময় দেন এখানে। তাদের এই ঝগড়ার মূল কারণ শাকিব খান।

আজকাল শাকিবকে নিয়ে অপু-বুবলীর এই কলকাকলি যেন আরও বেড়েছে। প্রিন্টসহ নানা জায়গায় শাকিব খানকে জড়িয়ে আলোচনা করেন তারা। বাচ্চাদের সামনে রেখে দুজনই শাকিব প্রসঙ্গে এনে নানা কথা বলেন। শাকিবের প্রসঙ্গে কথা বলা নিয়ে সাবেক (শাকিবের ভাষ্যমতে) এই দুই স্ত্রী নিজেদের মধ্যেই দ্বন্দ্বে জড়ান কখনও কখনও।

apu-biswas-20221123164126_20231025_170357778_20231218_125626195

তবে এতে বিরক্ত ও বিব্রত শাকিবের পরিবার। শাকিবকে নিয়ে নানা সময় অপু-বুবলীর নানা ধরনের আলোচনা-সমালোচনা আর শুনতে চায় না তারা। বিচ্ছেদ হওয়ার পরও দুজনের এসব চর্চা, কথাবার্তা সমাজ, আত্মীয়স্বজনের কাছে হেয় হতে হয় বলে মনে করেন তারা। তাই শাকিবের মতামত নিয়ে তার মা, বাবা, বোন, ভগ্নিপতি মিলে পাত্রী দেখা শুরু করেছেন।

এদিকে সূত্র জানিয়েছে, বুবলীর ওপর বেশি বিরক্ত কিং খানের পরিবার। এমনকি এই নায়িকাকে শাকিবের অফিস কিংবা বাসায় যেতেও করা হয়েছে নিষেধ।

apu-bubly-20221123111639_20231130_150813533

সূত্রটির ভাষ্যমতে, এক সংগীতশিল্পীর সঙ্গে কয়েক মাস আগে বুবলীর সম্পর্ক নিয়ে গুজব রটে। এরপর থেকে বুবলীর সঙ্গে কোনো কথাই বলেন না শাকিব। বুবলীর সম্প্রতি মিথ্যাচারের বিরক্ত হয়ে তাকে কড়াকড়িভাবে বাসায় আসতেও বারণ করেছেন শাকিব ও তার পরিবার।

এ-ও বলে দেওয়া হয়েছে, সন্তান শেহজাদ এলে যেন বুবলীর সঙ্গে নয়, পরিবারের অন্যদের সঙ্গে আসে। পারিবারিক ওই সূত্র আরও জানায়, শাকিবের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক বহু আগেই শেষ। শুধু আব্রামের মা হিসেবে শাকিব তার যথাযথ সম্মান করেন। তাই সন্তানদেরকেই শুধু নিজের বাসায় আসতে দেওয়ার পক্ষে শাকিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/