খবর জনতা ডেস্ক:
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন এই অভিনেত্রী। আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) মাহির ছেলে ফারিশের প্রথম জন্মদিন। তার জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠালেন জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণি।
গত ১৬ ফেব্রুয়ারি রাতে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বিচ্ছেদের ঘোষণা দেন মাহি। এরপর থেকে ছেলেকে নিয়ে আলাদাই থাকছেন এই তিনি। ছেলেকে নিয়েও ফেসবুকে ছবি পোস্ট করতে দেখা যায় এই অভিনেত্রীকে। বর্তমানে নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। এরই মধ্যে পর্দায় ফেরার প্রস্তুতি নিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। বিয়ের এক বছর পরই তাদের সংসার আলো করে আসে একটি পুত্র সন্তান। যার নাম রাখা হয় ফারিশ। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। ৫ বছর সংসারের পর বিচ্ছেদ হয় তাদের।
https://slotbet.online/