ইব্রাহিম আলম সবুজ কুড়িগ্রাম প্রতিনিধি:
দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে কুড়িগ্রামের রাজারহাটে মঙ্গলবার ২৯ জুলাই সকালে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের একটি জরাজীর্ণ গ্রামীণ সড়কে ফিরে এসেছে চলাচলের যোগ্যতা। স্থানীয়দের আর্তি শুনে এগিয়ে আসে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন জামায়াত। দলীয় ব্যানার ছাপিয়ে এবার তাঁরা নেমে পড়েন জনসেবার মাঠে।
উপজেলার সিঙ্গারডাবরী হাট থেকে কুঁড়ারপাড় পর্যন্ত পাঁকা রাস্তার অবস্থা এতটাই খারাপ ছিল যে বর্ষায় তা যেন রীতিমতো একটি কাদা-পুকুরে রূপ নিত। সেই রাস্তায় এবার স্বেচ্ছাশ্রমে দিনভর মেরামতের কাজ করেন জামায়াতের স্থানীয় নেতা-কর্মীরা।
মঙ্গলবার সকালের এ উদ্যোগে অংশ নেন রাজারহাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কফিল উদ্দিন, ঘড়িয়ালঙ্গা ইউনিয়ন আমীর মাওলানা মোঃ খলিলুর রহমান রুকু, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ছাদেকুল ইসলামসহ অনেকে।
একজন বৃদ্ধ স্থানীয় বাসিন্দা বলেন, আমরা অনেকদিন ধরেই কষ্ট করছি। রাস্তা এমন ছিল যে পা ফেলতেই ভয় লাগত। এখন অন্তত হেঁটে যাওয়া যাচ্ছে, এটাই বড় শান্তি।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে দলীয় গণ্ডি ছাড়িয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর যে বার্তা পৌঁছেছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে বলে মনে করছেন স্থানীয় বিশিষ্টজনরা।
https://slotbet.online/