রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: বাংলাদেশ স্কাউট ঝালকাঠি জেলা শাখার আয়োজনে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে রচনা, চিত্রাংকন, কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০ টায় ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয়ের হলরুমে ঝালকাঠি জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ইউনিট লিডারবৃন্দের নেতৃত্বে কাব স্কাউটরা অংশ গ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা স্কাউট সম্পাদক মোসলেম আলী সিকদার, কোষাধ্যক্ষ একেএম মনজুরুল হক, সদর উপজেলার সম্পাদক মোঃ আকছেদ আলী, জেলা স্কাউট লিডার জোহর লাল বৈরাগী, জেলা কাব লিডার আঃ জব্বার মিয়া, উপজেলা সহ-সভাপতি শাহানা আক্তার, শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ইউনিট লিডার সোনালী দত্ত ও সুগন্ধা মুক্ত রোভার স্কাউটের আরএসএল উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু।
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধ শত শিক্ষার্থী জুলাই বিপ্লবের উপর রং তুলি দিয়ে ছবি এঁকে বিপ্লবের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছে।
ঝালকাঠি জেলা স্কাউট কোষাধ্যক্ষ একেএম মনজুরুল হক বলেন, জুলাই বিপ্লবের স্প্রিট ধরে রাখার জন্য এধরনের আয়োজন করা হয়েছে। শিশু কিশোররা আগামী দিনের জাতির ভবিষ্যৎ। তারা যাতে জুলাই বিপ্লবের চেতনা লালন পালন করতে পারে এ বিষয়ে নতুন জেনারেশন ভালো কিছু শিক্ষা লাভ করতে পারে সেজন্য এ আয়োজন।
https://slotbet.online/