• সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
গণপূর্তের ১২ জন মাফিয়া চক্রের অনিয়ম ও দুর্নীতি’র বিরুদ্ধে মাঠে নেমেছে দুদকের অনুসন্ধানী টিম। প্রবাসী সাংবাদিক সজীব আল হোসাইন এর জন্মদিন উদযাপন! ঝালকাঠিতে ছাত্র জনতার গণ-অভ্যুত্থান স্মরণে ‘রেমিট্যন্স যোদ্ধা’ দিবস উদযাপন। “ভুয়া নয়, প্রকৃত মুক্তিযোদ্ধারাই জাতীয় গৌরব”—চসিক মেয়র ডা. শাহাদাত। নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ‘গোপন বৈঠক’, গ্রেপ্তার ২২, মেজর হেফাজতে। নলছিটি কৃষক দলের আয়োজনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান। গণপূর্তের ‘বিতর্কিত’ প্রকৌশলীদের দিকে দুদকের নজর : তালিকায় আছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম সোহরাওয়ার্দী এবং নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব গং। ঝালকাঠির সাওরাকাঠি বালিকা বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত । ইতালিতে নরসিংদী জেলা সমিতির আনন্দ ভ্রমন অনুষ্ঠিত। রাজারহাটে জনগণের পাশে জামায়াত,ঘড়িয়ালডাঙ্গার কর্দমাক্ত রাস্তায় ফিরে এলো হাঁটাচলার স্বস্তি।

ক্লিন বাংলাদেশের ব্যতিক্রমী কর্মসূচিতে মেয়রের আহ্বান: “সবুজ নগর গঠনে গাছই আমাদের ভবিষ্যৎ”।

Reporter Name / ৪২ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

 

মোঃ শহিদুল ইসলাম

বিশেষ প্রতিনিধিঃ

 

‘ক্লিন ও গ্রিন চট্টগ্রাম’ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি। ‘ক্লিন বাংলাদেশ’-এর উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই পরিবেশবান্ধব আয়োজন সম্পন্ন হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “আমরা গাছ থেকে অক্সিজেন পাই, গাছের সাথে আমাদের স্রষ্টার গভীর সম্পর্ক রয়েছে। তাই শুধু অবকাঠামো নয়, একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগর গঠনে নাগরিকদের সচেতনতা এবং বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, এমন উদ্যোগ তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ-সচেতনতা বৃদ্ধি করবে।

 

কর্মসূচির সভাপতিত্ব করেন ক্লিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি শওকত হোসেন জনি। তিনি বলেন, “প্রতিটি মানুষের মধ্যে পরিবেশের প্রতি ভালোবাসা গড়ে তুলতে হবে। এ কর্মসূচি আমাদের স্বপ্নের ‘ক্লিন ও গ্রিন চট্টগ্রাম’ বাস্তবায়নের পথে এক গুরুত্বপূর্ণ ধাপ।”

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তৈয়ব এবং সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন জয়।

 

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয় এবং বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

 

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এই আয়োজন নাগরিকদের মধ্যে পরিবেশ-সচেতনতা বৃদ্ধি করবে এবং একদিন সত্যিকার অর্থে গড়ে উঠবে একটি সবুজ ও পরিচ্ছন্ন চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/