ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে ভবন নির্মাণ কাজে চাঁদা দাবী করে না পেয়ে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩০ এপ্রিল) রাত ৯টায় সদর উপজেলার সম্বলকাঠি বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর ভাই নাসির হাওলাদার। অভিযোগ সুত্রে জানা যায়, সম্বলকাঠি সংলগ্ন জয়সী গ্রামের তোফেজদ্দিন হাওলাদারের পুত্র মিজান হাওলাদার ও নাসির হাওলাদার তাদের বাড়িতে দালান নির্মাণের কাজ শুরু করেন, একই এলাকার বাকে আলী হাওলাদারের পুত্র তকদীর হাওলাদার ও তার পুত্র সিফাত হাওলাদার, হানিফ কাজির পুত্র রিয়াদ কাজি ও শিপন কাজিসহ ৪/৫ জন সন্ত্রাসী মিলে ২৩ এপ্রিল তাদের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দিলে দালান নির্মানের কাজ বন্ধ করে দিবে বলে হুমকি দেয়। তখন তাদেরকে নগদ ৫০ (পঞ্চাশ) হাজার টাকা চাঁদা দিয়ে ভুক্তভোগীরা দালানের কাজ শুরু করেন। পরবর্তীতে সন্ত্রাসীরা চাঁদার বাকী টাকা দাবী করে, মিজান তা দিতে অস্বীকার করলে ঘটনার দিন উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সন্ত্রাসীরা মিজানের উপর অতর্কিত হামলা চালায়।এতে মিজান মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার ডাক চিৎকারে এলাকার লোকজন ও তার ভাই ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসা ও মাথায় সিটি স্ক্যান করার জন্য রোগীকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে মিজান বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
অভিযোগকারী নাসির হাওলাদার জানান, আমাদের পরিবারটি বর্তমানে সন্ত্রাসীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন ।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান জানান, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।”
https://slotbet.online/