খবর বিজ্ঞপ্তি : বিধি অনুযায়ী সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে যে সকল কর্মকর্তার চাকরি ৫ (পাঁচ) বছর এবং সিনিয়র সহকারী সচিব পদে যে সকল কর্মকর্তার চাকরি ৩ বছর অতিক্রান্ত হয়েছে তাদেরকে পদোন্নতি প্রদানে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের আবেদন
বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন- গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪ এর মোতাবেক পদোন্নতিপ্রাপ্ত সহকারী সচিবগণ ৫ (পাঁচ) বছরে সিনিয়র সহকারী সচিব এবং সিনিয়র সহকারী সচিবগণ ৩ (তিন) বছরে উপসচিব পদের ফিডারধারী হয়ে থাকেন। কিন্তু পদ না থাকার কারণ দেখিয়ে এবং প্রয়োজনীয় পদ সংরক্ষণ না করে ফিডার কর্মকর্তাদেরকে যথাসময়ে পদোন্নতি প্রদান করা হয়নি। ফলে উক্ত পদগুলোর ফিডার পদে এবং একই পদে ৫ বছরের স্থলে ৯- ১০ বছর এবং ৩ বছরের স্থলে ৬-৭ বছর লেগে যায়। এরূপ বঞ্চনা বা বৈষম্যের কারণে দীর্ঘদিন একই পদে কর্মরত থাকায় উক্ত কর্মকর্তাদের কর্মস্পৃহা নষ্ট/ব্যহত হয়। চাকরির শেষ প্রান্তে এসে অনেককে পূর্ব পদে থেকেই নিদারুণ মন:কষ্ট নিয়ে অবসরে গমন করতে হয় যা তাদের জীবদ্দশায় বয়ে বেড়াতে হয়। এ কারণে অনেকেই মানসিক, সামাজিক ও আর্থিকভাবে ভীষণ ক্ষতির সম্মুখীন হচ্ছেন। উক্ত পদে ৫ বছর অতিক্রান্ত হলে তাদেরকে সিনিয়র সহকারী সচিব এবং সিনিয়র সহকারী সচিবগণ ৩ বছর অতিক্রান্ত হলে তাদেরকে উপসচিব পদে পদোন্নতি প্রদান করা আবশ্যক। এ ব্যাপারে প্রয়োজনে প্রয়োজনীয় সংখ্যক সুপারনিউমেরারী পদ সংরক্ষণ/সৃজন করা যেতে পারে। উল্লেখ্য, বিভিন্ন পদে বঞ্চিত কর্মকর্তাদেরকে যোগ্যতা অর্জনের তারিখ থেকে ইতোমধ্যে পদোন্নতি প্রদান করা হয়েছে।
০২। বর্ণিত প্রেক্ষাপট সদয় বিবেচনাপূর্বক নিম্নলিখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য
বিশেষভাবে অনুরোধ করা হলো: (ক) বিধি অনুযায়ী যে সকল কর্মকর্তার চাকরি সহকারী সচিব পদে ৫ বছর ও সিনিয়র সহকারী সচিব পদে ৩ বছর অতিক্রান্ত হয়েছে যে সকল কর্মকর্তাকে অবিলম্বে পরবর্তী উচ্চতর পদে পদোন্নতি প্রদান; এবং
(খ) যাদেরকে অযৌক্তিকভাবে পদোন্নতি বঞ্চিত করা হয়েছে তাদেরকে অবিলম্বে পদোন্নতি প্রদান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবরে আবেদনে স্বাক্ষর করেন-
মোঃ আবদুল খালেক
আহবায়ক
বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন
মোঃ শফি উদ্দিন শেখ
সদস্য সচিব
বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন
https://slotbet.online/