ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি পৌরসভার পানির প্রতি ইউনিটের অযৌক্তিক মূল্য বৃদ্ধি গ্রাহক হয়রানী বন্ধ এবং পৌরসেবার মানোন্নয়নের দাবীতে স্মারকলিপি পেশ করেছে “আমরা ঝালকাঠিবাসী” নামে একটি সংগঠন। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করা হয়। এসময় বক্তারা বলেন, ১৮৭৬ সালে পৌরসভার কার্যক্রম শুরু হলেও কাঙ্খিত নাগরিক সেবা দিতে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। অবৈধ ও বিনা ভোটে নির্বাচিত মেয়র এবং কাউন্সিলরগণ দূর্ণীতি এবং অনিয়মের মাধ্যমে পৌরসভাকে একটি ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত করেছিল।তারা লুটপাট এবং দূর্ণীতির মাধ্যমে পানি সরবরাহ খাতকে অলাভজনক খাতে পরিণত করেছে।দফায় দফায় মূল্য বৃদ্ধি করে জনমনে তীব্র অসন্তোষ তৈরি করেছে।তারা সার্বক্ষনিক পানি সরবরাহ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। পৌরসভার বিভিন্ন গুরুত্বসড়ক স্থাপনা সংস্কারের অভাবে বেহাল দশায় এবং চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।পৌরসভার বিভিন্ন নাগরিকসেবা পেতে জনগনকে পদে পদে হয়রানির শিকার হতে হয়।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠির সমন্বয়ক মো: সাগর।