ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যক্তি মালিকানা জমিতে ব্রিজ নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ঝালকাঠি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন ঝালকাঠি সদর থানার নাকপাড়া গ্রামের মৃত আবুয়াল সিকদারের পুত্র মো: ফরিদ সিকদার। বিজ্ঞ আদালত ওই ব্রিজ নির্মাণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। নিষেধাজ্ঞা আরোপের পর কিছু দিন কাজ বন্ধ রাখার পর গতকাল (২৮ আগষ্ট) ব্রীজের কন্ট্রাক্টর রফিকুল ইসলাম নবীন এর লোকজন পুন:রায় কাজ শুরু করেন। বুধবার (২৮আগষ্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের লেবারেরা কাজ চালিয়ে যাচ্ছেন। সাংবাদিক দেখে লেবারেরা কাজ ফেলে চলে যান। এ বিষয়ে ব্রিজের সাইট কন্ট্রাক্টর মো: সোহাগ জানান, “আমরা অভিযোগকারীর অনুমতি সাপেক্ষে কাজ চালিয়ে যাচ্ছি।” কিন্তু অভিযোগকারী প্রতিবেদককে ভিডিও বক্তব্যে বলেন, তার কাছ থেকে কোন অনুমতি গ্রহন করেন নাই কন্ট্রাক্টর।এ বষিয়ে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম জানান, “আদালতের নিষেধাজ্ঞা বলবৎ থাকা অবস্থায় কাজ চালানো বেআইনী। যদি আদালতের নির্দেশনা অমান্য করে কাজ চালায় তাহলে অভিযোগকারী বিজ্ঞ আদালতে এ বিষয়ে অবগত করলে বিজ্ঞ আদালত আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।”
https://slotbet.online/