রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে শহরের প্রেস ক্লাবের সামনের সড়ক থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদর্ক্ষীন করে।
এর আগে ঝালকাঠি সদর উপজেলা ও পৌর স্বেচ্ছা সেবক দলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।
ঝালকাঠি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. হেদায়েতুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহবায়ক রবিউল ইসলাম তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম লিটন, সাবেক সভাপতি দ্বিন ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সরদার সাফায়াত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদুর রহমান, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান বিপ্লব, সদস্য সচিব শামীম মৃধা।
সভায় বক্তারা ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন হওয়া জালেম আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় দেশে এখন গনতন্ত্র ফিরে এসেছে। এ দেশে এখন শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে। সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
https://slotbet.online/