সরদার মহিদুল ইসলাম, বাগেরহাট জেলা প্রতিনিধি : রামপালের বড়দিয়া গ্রামের ক্ষতিগ্রস্ত পাকা সড়কটি অবশেষে সংস্কার করা হয়েছে। ব্যাবসায়ী ঠিকাদার শেখ সাইফুজ্জামান আর্থিক সহযোগীতা করে ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কার করা হয়েছে।
জানা গেছে, রামপালে ঘূর্ণি ঝড় রেমালে ও দাউদখালী নদীর ভাঙ্গনে বড়দিয়া গ্রামের মানুষের চলাচলের একমাত্র পথটি ক্ষতিগ্রস্ত হয়। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস মিললেও ক্ষতিগ্রস্ত রাস্তাটি মেরামত বা সংস্কারের উদ্দ্যোগ নেওয়া হয়নি। এতে ওই গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছিল। ওই গ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যরা আত্মকর্ম সংস্থানের জন্যে পোল্ট্রি ফার্ম ও গরু ছাগলের ফার্ম গড়ে তুলেছেন। তাদের উৎপাদিত মুরগী বাইরে বিক্রির জন্যে ওই সড়ক দিয়ে যাতায়াত করেন। সড়কটি বড়দিয়া হয়ে উপজেলা সদর ও জেলা শহরে যোগাযোগর এক মাত্র মাধ্যম। সাইফুজ্জামানের সহায়তায় সড়কটি সংস্কার হওয়ায় স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও হাসপাতালগামী রোগীরা চলাচল করতে পারছেন। সাইফুজ্জামান জানান, সরকারের সহায়তা আসতে আরো সময় লেগে যাবে। রেমালের আঘাতে এক কিলোমিটারের ও বেশী ক্ষতিগ্রস্ত রাস্তাটি দাউদখালী নদীর তীব্র ভাঙ্গনে বিলিন হতে চলেছে। চেষ্টা করছি মানুষের ভোগানি লাঘবের জন্যে, যাতে আশু চলাচলের উপযোগী করা সম্ভব হয়। সড়কটি দ্রুত সংস্কারের জন্যে তিনি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেছেন।
https://slotbet.online/