আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে শনিবার একাধিক আত্মঘাতি হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ১৯ জন মারাত্মকভাবে আহত হয়েছে। জরুরি সেবাসমূহ এ কথা জানিয়েছে। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, তিনটি হামলার একটি গোওজা শহরের এক বিয়ের অনুষ্ঠানে চালানো হয়। পিঠে বেঁধে রাখা এক শিশুকে নিয়ে এক নারী বিয়ের আনুষ্ঠানিকতার মাঝামাঝি সময়ে বিস্ফোরণ ঘটায়।
অন্য হামলাগুলো একটি হাসপাতাল ও বিয়ের অন্ষ্ঠুানের আহতদের লক্ষ্য করে চালানো হয়।
বর্নো রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, এসব হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ৪২ জন আহত হয়েছে।
সংস্থা প্রধান বারকিন্ডো সাইদো বলেছেন, নিহতদের মধ্যে গর্ভবতীসহ নারী, পুরুষ ও শিশু রয়েছে।
মারাত্মক আহত ১৯ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
উল্লেখ্য, বোকো হারাম জঙ্গিরা ২০১৪ সালে গোওজা শহরটি দখল করে। পরে নাইজেরিয়ার সামরিক বাহিনী ২০১৫ সালে চাদের বাহিনীর সহায়তায় গোওজা পুনরুদ্ধার করে। তবে সে সময় থেকে বোকো হারাম এ অঞ্চলে তাদের হামলা অব্যাহত রেখেছে।
সহিংসতায় এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি লোক নিহত এবং প্রায় ২০ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে।
কেবল নাইজেরিয়ায় নয়, সহিংসতা ছড়িয়েছে নাইজার, ক্যামেরুন এবং চাদ পর্যন্ত।
https://slotbet.online/