ডেস্ক রিপোর্ট : মেক্সিকোতে মঙ্গলবার ইসরায়েলি দূতাবাসের বাইরে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে দেশটির সামরিক অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভ প্রদর্শনকালে এই সংঘর্ষ হয়। এএফপি সাংবাদিকরা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
খবরে বলা হয়, মেক্সিকো সিটির লোমাস ডি চ্যাপুলটেপেক এলাকায় অবস্থিত কূটনৈতিক কমপ্লেক্সের বাইরে মুখোশ পরিহিত কতিপয় বিক্ষোভকারী তাদের পথ আটকে রাখা দাঙ্গা পুলিশদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়লে সেখানে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
‘রাফার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে’ প্রায় ২শ’ মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করে। তাদের মধ্যে প্রায় ৩০ জন বাধা অতিক্রম করে ইসরায়েলি দূতাবাস মিশনে পৌঁছানোর চেষ্টা করে।
পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ছুড়ে এবং বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেল কুড়িয়ে নিয়ে পাল্টা হামলা চালায়।
ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, রাফাহ শহরের বাইরে একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার প্রতিবাদে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। ওই শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় ৪৫ জন প্রাণ হারায়।
https://slotbet.online/