• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয়ের শুভ উদ্বোধন ঝালকাঠি প্যারেন্টস প্রেয়ার প্রি-ক্যাডেট স্কুল ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী মানব সেবা সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও রক্তের গ্রুপ নির্ণয় ঝালকাঠির ইকোপার্ক রক্ষা,খেলার মাঠ ও পার্কের অনুকূলে পৌরসভার বাজেট বরাদ্দ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়ী মিজানুর রহমান মাসুম এবং তার পুত্রের দূর্নীতি ও অনিয়ম নিয়ে আসছে বিস্তারিত.. রামপাল-মোংলায় কৃষিকে বাঁচাতে ওয়াপদা বেড়িবাঁধ বাস্তবায়ন করা হবে : কৃষিবিদ শামীমুর রহমান  আন্তর্জাতিক দুর্নীতি দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ঝালকাঠিতে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা কোটায় চাকুরি নিয়ে ছেলেরা দূর্ণীতি করে কোটিপতি : রাজাপুরের যুদ্ধকালিন ইউনুচ আওয়ামী সহযোগীতায় ভুয়া মুক্তিযোদ্ধা নলছিটি পৌরসভার ৩নং ওয়ার্ড আয়োজিত জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বর্তমান শাসকগোষ্ঠী মিথ্যার ওপরে টিকে আছে : মির্জা ফখরুল

Reporter Name / ১৮৪ Time View
Update : বুধবার, ১৫ মে, ২০২৪

খবর জনতা ডেস্ক:

বর্তমান শাসকগোষ্ঠী মিথ্যার ওপরে টিকে আছে এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এরা জনগণকে মিথ্যা কথা বলছে, মিথ্যা তথ্য দিচ্ছে, ডাটা দিচ্ছে। আওয়ামী শাসকগোষ্ঠী মিথ্যার ওপরে টিকে থাকতে চায়। তবে মিথ্যার ওপরে বেশিদিন টিকে থাকা যায় না।

বুধবার গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বিকেলে গণফোরাম ও পিপলস পার্টির সাথে বৈঠক করে বিএনপি। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও গণফোরাম-পিপলস পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতার টিকে থাকার জন্য সব অপকৌশল গ্রহণ করেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করে রাষ্ট্রের যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলোকে ধ্বংস করে দিয়েছে। গোটা রাষ্ট্রকে তারা একটা একদলীয় শাসন ব্যবস্থা নিয়ে যেতে চায়। তারা একটি রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি করেছে।

দেশের মানুষ চায় এদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক এমন মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যে নির্বাচন করেছে, সে নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেনি। জনগণ ভোট দেয়নি। জনগণ একটা নির্দিষ্ট সরকারের মাধ্যমে তাদের যে মতামত, সেটি তারা দিতে চায়।

সরকার রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে, রাষ্ট্রীয় সন্ত্রাসী দিয়ে জোর করে ক্ষমতা দখল করে আছে এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ইতিহাস বলে এভাবে জোর করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যায় না। কিছুদিন জনগণের কষ্ট হয়, সরকার সন্ত্রাস করে ভয়-ভীতি দেখিয়ে অনেক নির্যাতন করে তাদেরকে দমিয়ে রাখতে চায়। সচেতন সবাই বলছেন,‘এদেশে একটি মাফিয়া রাষ্ট্র কায়েম করা হয়েছে’। ক্ষমতায় টিকে রাখার জন্য সরকার নতুন নতুন কৌশল বের করে, কখনো দামি নির্বাচন, কখনো নিশিরাতে নির্বাচন, আবার কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করে।

সামগ্রিক বিশ্লেষণ ও ভবিষ্যৎ কর্ম পদ্ধতি অবলম্বন করার জন্যই আমরা আজ বৈঠকে বসেছি এমনটি জানান মির্জা ফখরুল।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, একদলীয় শাসন ব্যবস্থা একটি উদাহরণ হচ্ছে, একটি রাষ্ট্রের যে কর্মকর্তা-কর্মচারীরা যে দলের ক্ষমতায় থাকে তাদের কথাই বলে। তারা সাধারণত বাংলাদেশকে প্রমোট করেন না, তারা ওই দলকে প্রমোট করেন। বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক যে করুণ অবস্থা তা এর জন্যই সৃষ্টি হয়েছে।

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু‘সফর সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করলে জবাবে ফখরুল বলেন, এ দেশের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য মার্কিন তাদের অবস্থান অব্যাহত রেখেছে। নিরপেক্ষ নির্বাচনের পক্ষেই তারা কথা বলছেন। তারা তাদের যেগুলো প্রয়োজনীয়-উপকারী বিষয়গুলো নিয়েই কাজ করে যাচ্ছেন। তবে তারা এ দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করছেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/