নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পশ্চিম ধানমন্ডির বসিলা এলাকায় ১৭ টি পরিবারকে বিনা নোটিশে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। গতকাল সোমবার রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে ক্ষতিগ্রস্তরা এই অভিযোগ করেন।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের পক্ষে আবুল হোসেন ও মনি অভিযোগ করেন, বসিলায় ওয়েস্ট ধানমন্ডি হাউজিংয়ে বি-ব্লকে ৮ নম্বর রোডে ১২৪/৩৪/এ এবং ১২৪/৮১ নম্বর হোল্ডিংয়ে তারা বসবাস করেন। গত ২৫ এপ্রিল বেলা ১১ টার দিকে হঠাৎ করে রুপালী ব্যাংক মতিঝিল কর্পোরেট শাখার নেতৃত্বে পুলিশসহ একদল লোক সেখানে গিয়ে ব্যাংকের বন্ধকী ঋণের সম্পত্তি দাবি করে তাদের বাড়িতে উচ্ছেদ অভিযান শুরু করে। এসময় দুুটি বাড়িতে বসবাসরত ১৭টি পরিবার ও তাদের বাসার মালামাল তছনছ করে। সবাইকে জোর করে বাড়ি থেকে বের করে দেয়। এসময় তারা বাধা দিলে তাদের আদালতে যেতে বলা হয়।
তাদের দাবি বিনা নোটিশে এবং ভুল ঠিকানায় এসে তাদের উচ্ছেদ করা হয়েছে। অর্থ্যাৎ ব্যাংকের বন্ধকী ঋণের সম্পত্তি বলে তাদের উচ্ছেদ করা হলেও মূলত ক্ষতিগ্রস্ত কেউই ব্যাংক থেকে ঋণ নেননি।
এ অবস্থায় ২ টি বাড়ির মালিক-ভাড়াটিয়াসহ ১৭টি পরিবার বিনা কারণে উচ্ছেদের কবলে পড়ে পথে বসেছেন। এ অবস্থায় তারা প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন।
https://slotbet.online/