পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কপালে সেলাই পড়েছে এবং তিনি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। এর আগে বাড়িতে পড়ে গিয়ে কপালে গুরুতর চোট পান মমতা।
বৃহস্পতিবার ( ১৪ মার্চ ) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর মুখ্যমন্ত্রীকে তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হয়। এ সময় মমতা ব্যানার্জির ভাগ্নে অভিষেক ব্যানার্জি এবং পরিবারের অন্যান্য সদস্যরা তার সাথে ছিলেন।
বৃহস্পতিবার ( ১৪ মার্চ) সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন মুখ্যমন্ত্রী। তার কপালের মাঝখানে গভীর ক্ষত এবং সেই ক্ষত থেকে রক্ত গড়িয়ে মুখে এসে পড়েছে। এর আগে মুখ্যমন্ত্রী তার বাড়িতে পড়ে যান এবং পরে তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে একটি ভিডিওতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে হুইলচেয়ারে করে হাসপাতালের নিউরোসায়েন্স বিভাগে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় তার কপালে ব্যান্ডেজ ছিল।
তৃণমূল কংগ্রেস পার্টি এক এক্স বার্তায় লিখেছে,
আমাদের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতর চোট পেয়েছেন। অনুগ্রহ করে তাকে আপনার প্রার্থনায় রাখুন।
তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স বার্তায় বলেন,
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করছি। তার সুস্থ হয়ে ফিরে আসার জন্য আমাদের প্রার্থনা তার সঙ্গে রয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মমতা ব্যানার্জির দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং বলেছেন,
https://slotbet.online/