• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয়ের শুভ উদ্বোধন ঝালকাঠি প্যারেন্টস প্রেয়ার প্রি-ক্যাডেট স্কুল ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী মানব সেবা সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও রক্তের গ্রুপ নির্ণয় ঝালকাঠির ইকোপার্ক রক্ষা,খেলার মাঠ ও পার্কের অনুকূলে পৌরসভার বাজেট বরাদ্দ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়ী মিজানুর রহমান মাসুম এবং তার পুত্রের দূর্নীতি ও অনিয়ম নিয়ে আসছে বিস্তারিত.. রামপাল-মোংলায় কৃষিকে বাঁচাতে ওয়াপদা বেড়িবাঁধ বাস্তবায়ন করা হবে : কৃষিবিদ শামীমুর রহমান  আন্তর্জাতিক দুর্নীতি দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ঝালকাঠিতে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা কোটায় চাকুরি নিয়ে ছেলেরা দূর্ণীতি করে কোটিপতি : রাজাপুরের যুদ্ধকালিন ইউনুচ আওয়ামী সহযোগীতায় ভুয়া মুক্তিযোদ্ধা নলছিটি পৌরসভার ৩নং ওয়ার্ড আয়োজিত জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

আব্বু আমাকে মাফ করে দিও

Reporter Name / ২৪৯ Time View
Update : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

গার্মেন্ট কোম্পানির অবসরপ্রাপ্ত চাকরিজীবী মো: দেলোয়ার হোসেন জলদস্যুদের হাতে ছেলে তারেকুল ইসলাম তারেকের বন্দী হওয়ার খবরটি প্রথম পেয়েছিলেন মোবাইলে একটি হোয়াটসঅ্যাপ ম্যাসেজে গতকাল মঙ্গলবার দুপুর ৩টায়। ‘আব্বু আমাকে মাফ করে দিও’ ছেলের ম্যাসেজ পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। ঠিক ওই সময়ে তার বড় ছেলে মো: হাসান তাকে ফোন করে জানতে চান তিনি কোনো ম্যাসেজ পেয়েছেন কিনা। তখন তিনি তারেকের এই ম্যাসেজের কথা জানিয়ে জানতে চান ওদের কোনো সমস্যা হয়েছে কিনা? তখন বড় ছেলে হাসানই তাকে বলেন, ‘তারেকদের জাহাজ হাইজ্যাক হয়ে গেছে। সোমালিয়ান জলদস্যুরা ওদের শিপে অ্যাটাক করছে। ওদেরকে একটা রুমে আটকায় দিয়ে ওদের ক্যাপ্টেনকে খুঁজতেছে।’

এরপর তিনি তার এক ভাগ্নে জামাইয়ের সাথে যোগাযোগ করে জানতে পারেন, তখনো জাহাজ কোম্পানি এ বিষয়ে কিছু জানে না। জাহাজ কোম্পানিকে কেউ কোনো ম্যাসেজ দেয়নি বলে তাদের জানানো হয়। তখন তিনি নিজে জাহাজ কোম্পানির এসআরের সাথে যোগাযোগ করার জন্য বারবার ফোন করলেও কেউ রিসিভ করেনি বলে জানান তিনি।

এরপর সকাল ৭টা ৮ মিনিটে আরেকটি ম্যাসেজ দেন তারেক তার বাবার হোয়াটসঅ্যাপে। সেখানে তিনি লিখেন,‘সারি করলাম। ফোন একটা লুকায় রাখছি। কতক্ষণ পারবো জানি না। দোয়া কইরেন। ভালো থাইকেন। আম্মুকে বইলেন টেনশন না করতে।’

দেলোয়ার হোসেন বলেন, সারি করলাম মানে জাহাজটি সোমালিয়ার কোনো ক্যানেলে নিয়ে গিয়েছে। ওদের শীপে ২০ জনের মতো জলদস্যু উঠে গেছে। আরো শতাধিক জলদস্যু রয়েছে আশেপাশে। ওদের নামিয়ে কোথায় বন্দী করা হবে। এখন যদি শিপ কোম্পানি কিংবা সরকার কিছু করে তাহলে হয়তো কোনো ফায়সালা হবে। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত সরকার কিংবা জাহাজ কোম্পানির কেউ তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি বলেও তিনি জানান।

ছেলের কথা বলতে বলতে আবেগে কণ্ঠ ধরে আসে দেলোয়ার হোসেনের। বললেন, তারেকের মায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তারেকের মা হাসিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, অনেকদিন বাড়িতে অবস্থান করে বাড়ির কাজকর্ম করেছে তার ছেলে। সাত বছর থেকে সে রোজা ছাড়ে না। এক ওয়াক্ত নামাও কামাই দেয় না। গত বছরের ২৫ ডিসেম্বর আবার জাহাজে যায়। এবার নাকি ওদের ১০ মাস থাকতে হবে বলেছিল। তার এখন একটাই চাওয়া কিভাবে তাদের বাচ্চাদের ছাড়ানো যায়।

হাসিনা বেগম বলেন,‘আমরা সরকারের কাছে একটাই দাবি জানাচ্ছি, আপনারা দেখেন, কিভাবে আমাদের বাচ্চাদের জীবিত ফিরিয়ে আনা যায়। বাংলাদেশের ২৩টি বাচ্চার মায়ের কোল খা-খা করতেছে।’

ছকড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধা রানী দাস বলেন,‘আমাদের স্কুলেই পড়াশুনা করেছে তারেক। সে অত্যন্ত ভদ্র এবং বিনয়ী। আমরা চাই আবার সে আমাদের মাঝে ফিরে আসবে। এ ব্যাপারে সরকার যথাযথ ব্যবস্থা নিবে এটিই আমাদের প্রত্যাশা।’

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, আমরা খবরটি জানতে পেরে মধুখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি অপহত ওই জাহাজ কর্মকর্তার পরিবারের সাথে যোগাযোগ রাখতে। তবে ফরিদপুরের একজনের বিষয় নয় এটি। সোমালিয়ার জলদস্যুদের হাতে আটক ২৩ জনকে উদ্ধারেই পররাষ্ট্র মন্ত্রণালয় তৎপর। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে তাদের উদ্ধার করতে পারবো। source : nayadiganta


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/