জাতীয় পার্টির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ঢাকার একটি ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টুকে জাতীয় নির্বাচনের পর বহিষ্কার করেন জিএম কাদের। পরে রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিকে সক্রিয় করতে কাজ শুরু করেন তিনি। গত শনিবার অনুষ্ঠিত কাউন্সিলে জাপার রওশন অংশের কো-চেয়ারম্যান পদ পান সেন্টু। কিন্তু ৪৮ ঘণ্টা পার না হতেই নতুন পদ থেকে পদত্যাগ করলেন শফিুকল ইসলাম সেন্টু।
সোমবার (১১ মার্চ) বিকেলে রওশন এরশাদ বরাবর নিজ স্বাক্ষরিত এক পদত্যাগপত্রে পারিবারিক ও স্বাস্থ্যগত কারণ উল্লেখ করেন সেন্টু। বলেন, তাকে যে পদ দেওয়া হয়েছে এতবড় দায়িত্ব তার পক্ষে পালন করা সম্ভব নয়।
এর আগে বিভিন্ন অনিয়ম নিয়ে জিএম কাদেরের বিরুদ্ধে গণমাধ্যমে কথা বললে দলীয় পদ হারান সেন্টু। তাকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে মহানগর উত্তরের ছয় শতাধিক নেতাকর্মীও পার্টি থেকে পদত্যাগ করেন।
শফিকুল ইসলাম সেন্টু জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি ছিলেন।
এদিকে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে অন্য দলে যাবেন কি না এমন প্রশ্নে শফিকুল ইসলাম সেন্টু ঢাকা মেইলকে বলেন, ‘ভাই আমার দলের রাজনীতি করব না। এটা ফাইনাল। আমার পক্ষে কাজ সম্ভব না। অনেক ব্যস্ততা আমার।’ source: dhakamail
https://slotbet.online/