রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
জনতার গণ-অভ্যুত্থান স্মরণে ‘রেমিট্যন্স যোদ্ধা’ দিবস উদযাপন উপলক্ষ্যে ঝালকাঠিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। ঝালকাঠি কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ শামীম হোসেন এর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, আঞ্চলিক তথ্য অফিস বরিশালের উপ-পরিচালক মো. আহসান কবীর, জেলা কর্মসস্থান ও জন শক্তি অফিসের সহকারি পরিচালক মো. মোশারফ হোসেন, সোনালী ব্যাংকের এজিএম মো. আব্দুল মান্নান, সদর থানার ওসি মো. মনিরুজ্জামান, এনজিও ব্যাক্তিত্ব এসএম মিজানুর রহমান, রেমিট্যন্স যোদ্ধার স্ত্রী মুক্তা আক্তার।
বক্তারা বলেন, রেমিট্যন্স যোদ্ধারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ন ভুমিকা রাখছে। বিদেশ থেকে তারা এদেশে অর্থ পাঠানোর কারনে অর্থনৈতিক চাকা সচল আছে। বিদেশে যেতে কেউ যেন প্রতারিত না হয় সে ব্যপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভুমিকা রাখা উচিত।ঝালকাঠি জেলা প্রশাসন,কারিগরি প্রশিক্ষন কেন্দ্র, ডিইএমও যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।#
https://slotbet.online/