• সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
গণপূর্তের ১২ জন মাফিয়া চক্রের অনিয়ম ও দুর্নীতি’র বিরুদ্ধে মাঠে নেমেছে দুদকের অনুসন্ধানী টিম। প্রবাসী সাংবাদিক সজীব আল হোসাইন এর জন্মদিন উদযাপন! ঝালকাঠিতে ছাত্র জনতার গণ-অভ্যুত্থান স্মরণে ‘রেমিট্যন্স যোদ্ধা’ দিবস উদযাপন। “ভুয়া নয়, প্রকৃত মুক্তিযোদ্ধারাই জাতীয় গৌরব”—চসিক মেয়র ডা. শাহাদাত। নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ‘গোপন বৈঠক’, গ্রেপ্তার ২২, মেজর হেফাজতে। নলছিটি কৃষক দলের আয়োজনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান। গণপূর্তের ‘বিতর্কিত’ প্রকৌশলীদের দিকে দুদকের নজর : তালিকায় আছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম সোহরাওয়ার্দী এবং নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব গং। ঝালকাঠির সাওরাকাঠি বালিকা বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত । ইতালিতে নরসিংদী জেলা সমিতির আনন্দ ভ্রমন অনুষ্ঠিত। রাজারহাটে জনগণের পাশে জামায়াত,ঘড়িয়ালডাঙ্গার কর্দমাক্ত রাস্তায় ফিরে এলো হাঁটাচলার স্বস্তি।

রাজারহাটে এক মহিলার মৃত্যু নিয়ে যুবক আটক।

Reporter Name / ২৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

 

 

ইব্রাহিম আলম সবুজ কুড়িগ্রাম প্রতিনিধি:

 

কুড়িগ্রামের রাজারহাটে তেপান্ন বছরের এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে রহস্যের সৃষ্টি হয়েছে। তাকে হত্যা করা হয়েছে নাকি সে অসুস্থ হয়ে মারা গেছে তা নিয়ে চলছে নানা গুঞ্জন। এ ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। রহস্যের জট খুলতে পুলিশ অবশেষে লাশের ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছে।

 

পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার ছিনাই ইউণিয়নের মীরের বাড়ি বাঙ্গালপাড়া গ্রামের মৃত নুরল হকের স্ত্রী রোকেয়া বেগম(৫৩) গত রোববার ২৭জুলাই সকালে ঘুম থেকে না উঠায় তার বড় মেয়ে শয়ন ঘরের দরজা ভেঙ্গে অসুস্থ অবস্থায় তাকে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় মারা যায়। এদিকে বিকালে ওই মৃত মহিলার শয়ন ঘরে বাক্স থেকে এক যুবক বের হওয়ার সময় বাড়ির লোকজন তাকে হাতে-নাতে আটক করে। আটক যুবকের নাম মিতুল রায়(২০)।

সে পার্শ্ববর্তী ছত্রচিৎ গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম। এলাকাবাসী মৃত মহিলার সাথে আটক যুবকের নানী-নাতি বলে জানান। তবে কি কারণে ওই যুবক ওই ঘরের ভিতরে লুকিয়ে ছিল তা জানাতে পারেনি এলাকাবাসী। তবে এলাকাবাসী ধারনা করছেন রোকেয়া বেগমের মৃত্যুর পিছনে ওই যুবকের হাত রয়েছে।

খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক যুবককে গ্রেফতার করে লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেন। সেই সাথে আটক যুবক মিতুল রায়কে সন্দেহভাজন উল্লেখ করে সাধারণ ডায়রি দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেছে বলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো: তছলিম উদ্দিন জানিয়েছেন।

 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আটক যুবক প্রাথমিকভাবে স্বীকার করেছেন তেপান্ন বছরের ওই মহিলার সাথে তার অবৈধসম্পর্ক ছিল। তাই ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলেই ঘটনার প্রকৃত মোটিভ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/