• সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
গণপূর্তের ১২ জন মাফিয়া চক্রের অনিয়ম ও দুর্নীতি’র বিরুদ্ধে মাঠে নেমেছে দুদকের অনুসন্ধানী টিম। প্রবাসী সাংবাদিক সজীব আল হোসাইন এর জন্মদিন উদযাপন! ঝালকাঠিতে ছাত্র জনতার গণ-অভ্যুত্থান স্মরণে ‘রেমিট্যন্স যোদ্ধা’ দিবস উদযাপন। “ভুয়া নয়, প্রকৃত মুক্তিযোদ্ধারাই জাতীয় গৌরব”—চসিক মেয়র ডা. শাহাদাত। নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ‘গোপন বৈঠক’, গ্রেপ্তার ২২, মেজর হেফাজতে। নলছিটি কৃষক দলের আয়োজনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান। গণপূর্তের ‘বিতর্কিত’ প্রকৌশলীদের দিকে দুদকের নজর : তালিকায় আছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম সোহরাওয়ার্দী এবং নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব গং। ঝালকাঠির সাওরাকাঠি বালিকা বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত । ইতালিতে নরসিংদী জেলা সমিতির আনন্দ ভ্রমন অনুষ্ঠিত। রাজারহাটে জনগণের পাশে জামায়াত,ঘড়িয়ালডাঙ্গার কর্দমাক্ত রাস্তায় ফিরে এলো হাঁটাচলার স্বস্তি।

এস কে মনোয়ার নাহিদ পেলেন ‘স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৫’

Reporter Name / ৬৮ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার : দেশের ব্রডকাস্ট গ্রাফিক্স এবং এআই প্রযুক্তির শৈল্পিক সংমিশ্রণে বিশেষ অবদান রাখার জন্য “স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৫”-এ এস কে মনোয়ার নাহিদ ‘মোশন গ্রাফিক্স ও এআই ইনোভেশন’ ক্যাটাগরিতে সেরা ব্রডকাস্ট গ্রাফিক্স ডিজাইনার হিসেবে সম্মাননা লাভ করেছেন।
রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তন-এ আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেন জনপ্রিয় মডেল ও ব্র্যান্ড প্রোমোটার বারিশা হক এবং চলচ্চিত্র অভিনেতা সুব্রত চক্রবর্তী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (BMSS)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান।
আরও একটি গৌরবময় অর্জন যুক্ত হয়েছে এস কে মনোয়ার নাহিদের নামের পাশে। বাংলাদেশের টেলিভিশন ব্রডকাস্ট শিল্পে দীর্ঘ ১৭ বছরের নিরলস পরিশ্রম, প্রযুক্তির উদ্ভাবনী ব্যবহার এবং সৃজনশীল নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কারগুলো তাঁর ঝুলিতে যুক্ত হয়েছে। নিউজ ব্রডকাস্টে রিয়েল-টাইম গ্রাফিক্স, অগমেন্টেড রিয়ালিটি এবং ভিজ্যুয়াল স্টোরিটেলিং-এর সৃজনশীল প্রয়োগের মাধ্যমে দর্শকদের অভিজ্ঞতাকে আরও জীবন্ত ও আকর্ষণীয় করে তুলেছেন তিনি।
২০০৭ সালে আরটিভি-তে জুনিয়র মোশন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে তাঁর যাত্রা শুরু হলেও, অল্প সময়েই তিনি যমুনা টিভি, ইন্ডিপেনডেন্ট টিভি এবং চ্যানেল ২৪-এর মতো শীর্ষস্থানীয় চ্যানেলে সৃজনশীল নেতৃত্ব দেখিয়েছেন।
২০১৯ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ঢাকা বাংলা চ্যানেল (ডিবিসি)-তে ভিজআরটি প্রযুক্তির উপর উন্নত প্রশিক্ষণ পরিচালনা করেন। বিদেশি প্রশিক্ষকের পাশাপাশি তিনিই প্রথম দেশীয় প্রশিক্ষক যিনি নিজেই সম্পূর্ণ কোর্স পরিচালনা করেন।
তিনি বর্তমানে পাঠশালা – দক্ষিণ এশিয়া মিডিয়া ইনস্টিটিউট-এর একজন ফ্যাকাল্টি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তরুণ মিডিয়া পেশাজীবীদের মাঝে তিনি সৃজনশীলতা ও পেশাদারিত্ব ছড়িয়ে দিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।
২০১৬ সালে নরওয়ের বিখ্যাত Vizrt প্রতিষ্ঠান থেকে “Pro Viz Artist Designer” সার্টিফিকেশন অর্জন করেন তিনি। একই বছর নেদারল্যান্ডস-এর IBC (International Broadcast Conference)-এ অংশ নিয়ে Adobe ও Vizrt-এর পক্ষ থেকে সম্মাননা লাভ করেন। এছাড়া ২০২৫ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত “এশিয়ান বিজনেস আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫”-এ তিনি ‘ব্রডকাস্ট ও ভিজ্যুয়াল গ্রাফিক্সে’ সৃজনশীল নেতৃত্বে বিশেষ অবদান রাখার জন্য সম্মানিত হয়েছেন।
এর আগেও দেশীয় স্বীকৃতির অংশ হিসেবে তিনি “এক্সেলেন্স ইন সাকসেস অ্যাওয়ার্ড ২০২৫”-এ ‘সেরা ব্রডকাস্ট গ্রাফিক্স ডিজাইনার (নিউজ ব্রডকাস্টিং)’ ক্যাটাগরিতে সম্মানিত হন। এছাড়াও তিনি শের-ই-বাংলা স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এও ভূষিত হন, এবং ২০১৮ সালে ইনডেক্স মিডিয়া আয়োজিত স্টার পারফরমেন্স অ্যাওয়ার্ড-এ মোশন গ্রাফিক্স ডিজাইন বিভাগে বিশেষ সম্মাননা অর্জন করেন।
লেখক হিসেবেও তাঁর অবদান অনন্য। তাঁর লেখা “Creatives in the Television Broadcast Industry” বইটিতে তিনি মোশন ডিজাইন, নির্বাচন গ্রাফিক্স, অগমেন্টেড রিয়ালিটি ও ব্রডকাস্টের ভবিষ্যৎ প্রবণতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
এছাড়াও, তাঁর পরিবেশবিষয়ক বই “Guardians of Earth: Simple Steps to a Sustainable Future” দৈনন্দিন জীবনে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গড়ার বার্তা দেয়।
তিনি রুদ্রFx-এর প্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে বাংলাদেশ ছাড়াও পর্তুগাল, যুক্তরাষ্ট্র ও দুবাই-এ সফলভাবে ব্যবসা পরিচালনা করছেন এবং সেখানে বহু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন।
আজও এস কে মনোয়ার নাহিদ উদ্ভাবন, শিক্ষা ও সমাজ উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছেন। তিনি শুধু একজন গ্রাফিক্স বিশেষজ্ঞ নন, বরং একজন ভবিষ্যৎ নির্মাতা, পথপ্রদর্শক এবং বাংলাদেশের গর্বিত প্রতিনিধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/