• সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
গণপূর্তের ১২ জন মাফিয়া চক্রের অনিয়ম ও দুর্নীতি’র বিরুদ্ধে মাঠে নেমেছে দুদকের অনুসন্ধানী টিম। প্রবাসী সাংবাদিক সজীব আল হোসাইন এর জন্মদিন উদযাপন! ঝালকাঠিতে ছাত্র জনতার গণ-অভ্যুত্থান স্মরণে ‘রেমিট্যন্স যোদ্ধা’ দিবস উদযাপন। “ভুয়া নয়, প্রকৃত মুক্তিযোদ্ধারাই জাতীয় গৌরব”—চসিক মেয়র ডা. শাহাদাত। নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ‘গোপন বৈঠক’, গ্রেপ্তার ২২, মেজর হেফাজতে। নলছিটি কৃষক দলের আয়োজনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান। গণপূর্তের ‘বিতর্কিত’ প্রকৌশলীদের দিকে দুদকের নজর : তালিকায় আছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম সোহরাওয়ার্দী এবং নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব গং। ঝালকাঠির সাওরাকাঠি বালিকা বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত । ইতালিতে নরসিংদী জেলা সমিতির আনন্দ ভ্রমন অনুষ্ঠিত। রাজারহাটে জনগণের পাশে জামায়াত,ঘড়িয়ালডাঙ্গার কর্দমাক্ত রাস্তায় ফিরে এলো হাঁটাচলার স্বস্তি।

রাজারহাটে অপহরণের শিকার আনিছুর অবশেষে উদ্ধার।

Reporter Name / ৪৯ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫

 

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যনন্দ ইউনিয়নের পশ্চিম মনঃশ্বর গ্রামের মৃত- কফিল উদ্দিনের ৪র্থ পুত্র মোঃ আনিছুর  রহমান(২৮) গত-০৮ জুন২০২৫ ইং সন্ধ্যা অনুমান ৭ঃ৩০ ঘটিকায় তিস্তা কলেজ গেটের সামনে অবস্থিত বাসষ্টান্ড হইতে নিখোঁজ হন। পরিবার সূত্রে জানা যায় গত ০৮ জুন ২০২৫ ইং বেলা ০২ঃ০০ ঘটিকায় তিস্তা বাসষ্ট্যান্ড সংলগ্ন তার বোনের বাড়ীতে দাওয়াত খেতে যান এবং সেখানে অবস্থান করে সন্ধ্যা ৬ঃ০০ ঘটিকায় তার বোন ও বোন জামাইকে বি-বাড়িয়ার  উদ্দেশ্যে বাসে উঠিয়ে দেন এবং বাসষ্ট্যান্ডে অবস্থানরত  অন্য আত্বীয়দের সহিত কুশল বিনিময় করেন ।এমতাবস্থায়  সন্ধ্যা ০৭ঃ৩০ ঘটিকার সময় বাড়ীতে যাবেন বলে মোবাইল ফোনে পরিবারকে অবগত করেন। কিন্তু রাত ৮ঃ৩০ ঘটিকা পর্যন্ত সে বাড়ীতে না ফেরায় তার বড় ভাই মোখলেছুর রহমান তার মোবাইল ফোনে কল দিলে ফোন বন্ধ পায়। পরে তার বড় ভাই তিস্তা বাসষ্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন। বাসষ্ট্যান্ডে আসলে জানতে পারেন ১৫/২২ লোক আনিছুর রহমানক পথ রোধ করে এবং তার সাথে থাকা  নিজ নামীয় ক্রয়কৃত সুজুকি ঝিকঝার এস এফ ২৫০ সিসির মোটরসাইকেল খানা ছিনিয়ে নেয় ঐ সময় গাড়ীটি চালিয়ে ০২ জন লোক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। আরও বাকী ১৫/২০ জন লোক অপহরন করে আনিছুর রহমানকে জোড় করে একটি কালো রং এর মাইক্রোবাসে ঢাকা মেট্রো চ- ১৬-১৮৪৮  গাড়ীটির চালক  জাকির হোসেন সহ তুলে নিয়ে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা অতিক্রম করে রংপুর জেলার কাউনিয়া/ পীরগাছার দিকে চলে যান। আনিছুর রহমানের পরিবার সূত্রে জানা যায় গত – ১৩/০৯/২০২৪ ইং তারিখে তার ভাই পার্শবর্তী উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্ল্যা গ্রামের জৈনক আইয়ুব আলীর মেয়ে আখিঁ আক্তারকে বিয়ে করেন এবং তাদের মধ্যে পারিবারিক কলোহ বিবাদ সৃষ্টি হলে গত-০২/০৪/২০২৫ ইং আনিছুর রহমান তার স্ত্রীকে কাজী অফিসের মাধ্যমে তালাক প্রদান করেন। এ নিয়ে আখিঁর পরিবারের সহিত আনিছুর রহমানের বিবাদ ও মনোমালিন্য চলিতেছে তার পরিবারের ধারনা  হয়তো আখিঁর পরিবার অসৎ উদ্দেশ্যে  তাকে অপহরন করেছেন।নিখোঁজের বড় ভাই অনেক খোঁজাখুঁজি করে আনিছুর রহমান ও তার মোটর সাইকেলের সন্ধান না পেলে ভবিষ্যৎ এর জন্য লালমনিরহাট সদর থানায় একটি সাধারন ডায়রী(জিডি) করেন। জিডি নং-৪৬১, তারিখ-০৮/০৬/২০২৫ ইং।

 

এজাহার সূত্রে, জানা যায়  অপহরনের পর আনিছুরকে রংপুর জেলার পীরগাছা উপজেলার ইটাকুমারী এলাকায় জৈনক রিন্টু মিয়ার বাড়ীতে নিয়ে গিয়ে অবরুদ্ধ করে এলোপাথাড়ি মারধর করেন এবং অস্ত্রের মুখে জিম্মি করে একটি ফাঁকা  কাবিন নামায় ও ০৯ টি প্রতিটি ১০০ টাকা মুল্য মানের ফাঁকা নন জুডিশিয়াল ষ্ট্যামে স্বাক্ষর নেয় এবং সাথে থাকা নগদ-১,৫৬০০০/-,একটি আই ফোন মডেল-১৩, ০৪ টি ক্রেডিট কার্ড, সহ প্রয়োজনীয় ব্যবহৃত মালামাল নিয়ে নেয়। গত-১১/০৬/২৫ ইং তারখের লালমনিরহাট সদর থানার এজাহার ও পরিবার সূত্রে জানাযায়  গত – ১০/০৬/২০২৫ ইং তারিখে গোপন সংবাদের ভিক্তিতে অপহৃত আনিছুর রহমানকে লালমনিরহাট সদর থানা পুলিশ ও উলিপুর থানা পুলিশে তার সাবেক স্ত্রীর গ্রামের বাড়ী কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের  উত্তর সাদুল্ল্যা হতে উদ্ধার করে লালমনিরহাট সদর থানায় নিয়ে আসেন এবং তার পরিবারের বড় ভাইয়ের জিম্মায় পরিবারের নিকট হস্তান্তর করেন। এ ব্যাপারে আনিছুর রহমান পরের দিন অর্থাৎ ১১/০৬/২৫ ইং লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং থানা কর্তৃপক্ষ  উক্ত অভিযোগটি এজাহার হিসেবে গন্য করেন- মামলা  নং-২৫/৩২৯, তারিখ-১১/০৬/২৫ ইং সময়-১২ঃ০৫ ঘটিকা। আনিছুর রহমান শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে  তাকে গত-১২/০৬/২৫ ইং তারিখ উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/