রিয়াজুল ইসলাম বাচ্চু: ঝালকাঠির সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) বিকাল ৪টায় বিনয়কাঠি ইউনিয়ন বিএনপি’র নতূন কার্যালয়ে ইউনিয়ন সভাপতি আ: রহিম রফিক সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: নুরুজ্জামান সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্যপ্রার্থী জীবা আমিন আল গাজী, জেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব ও আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট শাহাদাৎ হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা গোলাম আযম সৈকত, বিএনপি নেতা সেলিম রেজা, সদর উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক এসএম এজাজ হাসান, সিনিয়র সহসভাপতি অধ্যাপক রিয়াছুল আমিন জামাল সিকদার, সাধারণ সম্পাদক খোকন মল্লিক, পৌর বিএনপি’র সভাপতি ও আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, জেলা আহবায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মো: মিজানুর রহমান সরদার, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, ইউনিয়ন জিয়া মঞ্চের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দুলাল খানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক / সদস্য সচিব প্রমুখ।
সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন। এছাড়াও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশবাসির জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
https://slotbet.online/