ঝালকাঠি প্রতিনিধি: সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, দেশে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দূর্নীতি মোকাবেলা । এই দূর্নীতি মোকাবেলায় তরুণ ও যুবকদের আরেকটি যুদ্ধে অবতীর্ণ হতে হবে। এই যুদ্ধে জয়ী হতে পারলে দেশে শান্তি ও সমৃদ্ধি বয়ে আসবে। তিনি আরো বলেন, বৈষম্যহীন সমাজ গঠনে স্কাউটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ছাত্র-জনতার আন্দোলনে বৈষম্যহীন সমাজ গঠনে একটি বিপ্লব ঘটেছে। যা জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জের হার্ড পয়েন্টে আহ্বায়ক মোঃ এহছানুল হক এর সভাপতিত্বে ৭ম জাতীয় কমডেকায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম, পুলিশ সুপার ফারুক আহমেদ এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মোঃ জিয়াউর রহমান।
বক্তারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গঠনে স্কাউটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ধর্মীয় ও কুসংস্কারমুক্ত সমাজ গঠনে স্কাউটরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশ ও সমাজ গঠনে তাঁদের ভূমিকা অনস্বীকার্য।
https://slotbet.online/