• শনিবার, ২৪ মে ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠির গগণ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত এজাজ হাসান। জমি নিয়ে বিরোধে প্রাণ গেল সমির মল্লিকের, স্বজনদের অভিযোগ চাচাতো ভাইয়ের শাবলের আঘাতে মৃত্যু। টিএমএসএস এনজিও’র হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। জুলাই গণহত্যা মামলায় গ্রেফতার আতংকে গণপূর্তের ৩ নির্বাহী প্রকৌশলী।  “অপ-সাংবাদিকতারোধে দায়িত্বশীল হতে হবে” – ঝালকাঠিতে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান। ঝালকাঠিতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার। ঝালকাঠিতে করাত কল মালিক সমিতির দাবি বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা। ঝালকাঠির বিনয়কাঠিতে আন্ত:ইউনিয়ন লংপিচ টুর্ণামেন্ট ও পুরস্কার বিতরণী। ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা নিয়েছেন ছয় শতাধিক রোগী। বিএনএস-এর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন সাংবাদিক নেতা কামরুল ইসলাম।

ঝালকাঠিতে মিথ্যা মামলা দিয়ে প্রবাসি ছেলেদের পিতার জমি আত্মসাতের পায়তারার অভিযোগ

Reporter Name / ৯৮ Time View
Update : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে মিথ্যা মামলা দিয়ে প্রবাসির জমি আত্মসাতের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী ঝালকাঠির বিকনা এলাকার মরহুম মো: আনিচুর রহমানের পুত্র মো: মোশারেফ হোসেন । তিনি জানান, “আমি সত্তরোর্ধ একজন বৃদ্ধ মানুষ ঢাকায় বসবাস করেন এবং ছেলেরা প্রবাসে কর্মরত আছেন। নিম্নে উল্লেখিত জমি নিয়ে তার নিজের এবং ভাই বোনদের বিরুদ্ধে প্রতিপক্ষ এলাকার মৃত কাঞ্চন ফরাজির ছেলে হায়দার ফরাজি হয়রানির উদ্দেশ্যে ১০টি কোর্টে মামলা দায়ের করেন। তার মধ্যে ৭টি মামলায় তিনি জয় লাভ করেছেন এবং ৩টি মামলা চলমান রয়েছে।ওই ৩ টি মামলা প্রতিপক্ষগণ তার ফুফাতো, খালাতো ভাইবোনদের দিয়ে করেছেন। তার (মোশারেফ হোসেন) ছেলেরা প্রবাসে অবস্থান করার সুযোগ কাজে লাগিয়ে বয়োবৃদ্ধ থাকায় তিনি যেকোন সময় মৃত্যুবরণ করতে পারেন এমন ধারনা নিয়ে মামলার জটে ফেলে পরবর্তীতে প্রতিপক্ষগণ একতরফা ডিক্রি করিয়ে নিবেন বলে আশংকা করছেন। তাই তিনি যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।”
বিরোধীয় সম্পত্তির পরিচয় হলো ঝালকাঠি জেলা ও উপজেলাধীন জে.এল নং-১০০, বিকনা মৌজার এস.এ খতিয়ান ২৩৪ বি.এস খতিয়ান নং- ৭০১ মিউটেশন খতিয়ান ২১১২ এস.এ দাগ নং ৬০৪, বি.এস দাগ নং- ৫৯৪ জমির পরিমান ৪০ শতাংশ।
ভুক্তভোগী মোশারেফ হোসেন আরো বলেন, উক্ত জমির ব্যাপারে তিনি ঝালকাঠি সহকারী কমিশনার (ভুমি) বরাবর গত ১ডিসেম্বর পার্শ্ববর্তী আগোলপাশা গ্রামের মৃত কাঞ্চন ফরাজির ছেলে হায়দার ফরাজি ও তার ৩ মেয়ে রানু বেগম, রওশন ও হাওয়া বেগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সেখানে তিনি উল্লেখ করেন, প্রতিপক্ষগণ বর্ণিত সম্পত্তিতে হাইকোর্টের জাল রায় তৈরি করে তাহাদের নামে নামজারি করার উদ্যোগ গ্রহন করিয়াছেন। অভিযোগে বিষয়টি তিনি সহকারী কমিশনার (ভুমি) ঝালকাঠিকে দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ ব্যাপারে ঝালকাঠি সহকারী কমিশনার (ভুমি) বলেন, মো: মোশারেফ হোসেন এক খানা দরখাস্ত অত্র অফিসে জমা দিয়েছেন। বিষয়টি আমি যাচাই বাচাই পূর্বক খতিয়ে দেখবো এবং সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
এ ব্যাপারে মৃত কাঞ্চন ফরাজির ছেলে হায়দার ফরাজি বলেন, “আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। আমাদের প্রতিপক্ষরা নানা রকম গুজব ছড়াচ্ছে। এধরনের কোন ঘটনা ঘটে নাই এবং ঘটার সম্ভবনাও নাই।”
বিকনা এলাকার মেম্বার মো: শামীম ও আগলপাশা এলাকার মেম্বর মো: রাতুল জানান, ”মৃত কাঞ্চন ফরাজির ছেলে হায়দার ফরাজির সাথে জমিজমা নিয়ে অনেকের সাথে জামেলা ও বিবাদ আছে জানি। কিন্তু সুনির্দিষ্ট করে বলতে পারবো না কার সাথে কি কারণে জমিজমা নিয়ে তাদের সাথে বিবাদ আছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/