• সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
গণপূর্তের ১২ জন মাফিয়া চক্রের অনিয়ম ও দুর্নীতি’র বিরুদ্ধে মাঠে নেমেছে দুদকের অনুসন্ধানী টিম। প্রবাসী সাংবাদিক সজীব আল হোসাইন এর জন্মদিন উদযাপন! ঝালকাঠিতে ছাত্র জনতার গণ-অভ্যুত্থান স্মরণে ‘রেমিট্যন্স যোদ্ধা’ দিবস উদযাপন। “ভুয়া নয়, প্রকৃত মুক্তিযোদ্ধারাই জাতীয় গৌরব”—চসিক মেয়র ডা. শাহাদাত। নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ‘গোপন বৈঠক’, গ্রেপ্তার ২২, মেজর হেফাজতে। নলছিটি কৃষক দলের আয়োজনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান। গণপূর্তের ‘বিতর্কিত’ প্রকৌশলীদের দিকে দুদকের নজর : তালিকায় আছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম সোহরাওয়ার্দী এবং নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব গং। ঝালকাঠির সাওরাকাঠি বালিকা বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত । ইতালিতে নরসিংদী জেলা সমিতির আনন্দ ভ্রমন অনুষ্ঠিত। রাজারহাটে জনগণের পাশে জামায়াত,ঘড়িয়ালডাঙ্গার কর্দমাক্ত রাস্তায় ফিরে এলো হাঁটাচলার স্বস্তি।

স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবিতে আলোচনা সভা ও সংবাদ সম্মেলন

Reporter Name / ২২২ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিস্ট সরকারের এমপিও নীতিমালা ২০২১ বাতিল করে স্বীকৃতি প্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

৯ জানুয়ারী জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌৗধুরী হলে বিগত ফ্যাসিস্ট সরকারের এমপিও নীতিমালা ২০২১ বাতিল করে স্বীকৃতি প্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও ভুক্তির দাবীতে সংবাদ সম্মেলন ও নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত পরিচিতি সভায় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ দবিরুল ইসলাম এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত সভাপতি অধ্যক্ষ মোঃ সেলিম মিয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী ড. মোঃ ওসমান ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সমন্বয়ক অধ্যক্ষ মো. জাকির হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন যাবত নন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণ বিনা বেতনে চাকুরী করে তাদের পরিবার পরিজনসহ মানবেতর জীবন যাপন করছে। ২০-২৫ বছর শিক্ষকতা করে অনেকেই অবসরে চলে গেছেন, আবার অকেই অবসরে যাওয়ার পথে। তাদের অমানবিক কষ্টের কথা বিবেচনা করে সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও ভুক্ত করার জন্য মাননীয় শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বলেন, স্বীকৃতি প্রাপ্ত নন এমপিও সকল শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও ভুক্ত করে, সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ করার জন্য জোর দাবী জানান।

সভাপতির লিখিত বক্তব্যে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা জুলাই গণঅভ্যুত্থানে হাজারও শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফেরাত এবং আন্দোলনে আহতদের সুস্বাস্থ্য কামনা করছি।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা সংগ্রামের ফসল অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন ও সাফল্য কামনা করছি। আমরা দীর্ঘদিন যাবৎ স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবীতে ন্যায্য ও যৌক্তি আন্দোলন করে আসছি। বিগত সরকারের আমলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান দলীয়করণ ও বিশেষ ক্ষমতায় এমপিও ভুক্ত হয়েছে, যা আমাদের কাম্য ছিল না। আমরা চেয়েছিলাম সকল স্বীকৃতি প্রাপ্ত নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করণ। বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন সময় মনগড়া নীতিমালার বেড়াজালে আটকিয়ে দীর্ঘ ২০-২৫ বছর বা তারও অধিক সময়ের শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত না করে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।

যা মানবাধিকার লঙ্ঘন, শ্রম নীতিমালার পরিপন্থি ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। পৃথিবীর কোন শিক্ষা ব্যবস্থায় এমপিও ভুক্ত নীতিমালা নেই। একাডেমি স্বীকৃতিই এমপিও ভুক্তির নীতিমালা। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এমপিওকরণ নীতিমালা একটা অযৌক্তি নীতিমালা।

দীর্ঘদিন যাবত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষার মান নিম্নের দিকে চলে যাচ্ছে। তাই কাম্য শিক্ষার্থী, কাম্য পরীক্ষার্থী, কাম্য ফলাফল সন্তোষজনক নয়। এমতাবস্থায় শিক্ষা মান বৃদ্ধি ও শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার স্বার্থে অনতিবিলম্বে একাডেমিক স্বীকৃতিই এমপিও ভুক্তির একমাত্র নীতিমালা করে, সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও ঘোষণা করতে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করছি।

এ সময় বক্তব্য রাখেন নন এমপিও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. দবিরুল ইসলাম, সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. ইমরান বিন সোলায়মান, অধ্যক্ষ মজনু মোহাম্মদ প্রামাণিক, অধ্যক্ষ পল্লব কুমার দে, অধ্যক্ষ সালেহউজ্জামান চৌধুরী রাজন, শিক্ষক মো. কবির উদ্দিন, হাওলাদার মো. আবুল কালাম আজাদ, ফয়সাল ইবনে মোস্তফা, শাহনাজ ইসলাম মুক্তা, উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু,প্রধান শিক্ষক মো. পনির উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/