• বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রামপালে যাত্রাপালার নামে অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবীতে ইমাম সমিতির বিক্ষোভ সমাবেশ বেগম খালেদা জিয়া লন্ডন পৌঁছেছেন তিব্বতে ভূমিকম্পে অন্তত ১২৬ জনের প্রাণহানি, জীবিতদের খোঁজে অনুসন্ধান চলছে তুরস্কের সহায়তা বাংলাদেশের উন্নয়নে গতি সঞ্চার করেছে রাজপথ বন্ধ করে দাবি আদায়ের চর্চা বন্ধ করতে হবে : ডিএমপি কমিশনার পোশাক শ্রমিকদের চক্ষু পরিচর্যা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ট্রাফিক আইন লঙ্ঘন : রাজধানীতে ২২৪৩ মামলা ডিএমপির রংপুরের গঙ্গাচড়ায় এসিডদগ্ধ করে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ঝালকাঠিতে মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ছাত্র আন্দোলনে আহতদের ১০০ জন পুলিশে চাকরি পাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

পোশাক শ্রমিকদের চক্ষু পরিচর্যা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

ডেস্ক রিপোর্ট : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন পোশাক শ্রমিকদের চক্ষু পরিচর্যা সেবা, অন্ধত্ব প্রতিরোধ এবং চোখের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের আহ্বান জানিয়েছেন।

আজ মঙ্গলবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘গার্মেন্টস শ্রমিকদের জন্য সমন্বিত চক্ষু সেবা ও
উৎপাদনশীলতার উপর প্রভাব মূল্যায়ন’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ), হেলেন কেলার ইন্টারন্যাশনাল, অপথালমোলজিকাল সোসাইটি অব বাংলাদেশ (ওএসবি) এবং খেয়া ফাউন্ডেশন এই কর্মশালার আয়োজন করে।

পোশাক শ্রমিকদের চক্ষু পরিচর্যা সেবা, অন্ধত্ব প্রতিরোধ এবং চোখের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের আহ্বান জানিয়ে উপদেষ্টা আরো বলেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে নিয়োজিত শ্রমিকরা দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। গার্মেন্টস সেক্টরে নারী শ্রমিক বেশি। তাদের অবদান আমাদের স্বীকার করতে হবে। এখানে শ্রমিকদের বিভিন্ন রকম স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। অন্যান্য ঝুঁকির মধ্যেও চোখের সমস্যা কম পরিলক্ষিত হয়। গার্মেন্টস শ্রমিকদের জন্য সমন্বিত চক্ষু সেবা বিষয়ক হেলেন কেলার ইন্টারন্যাশনাল এর উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

হেলেন’স তহবিল দ্বারা অর্থায়ন করা গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের চোখের স্বাস্থ্য সেবা এবং পুষ্টির সমস্যাগুলির সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা, মানিকগঞ্জ এবং কুমিল্লা জুড়ে শ্রমঘন এলাকায় এ উদ্যোগ একটি উল্লেখযোগ্য উদাহরণ স্থাপন করেছে।

উপদেষ্টা সাখাওয়াত বলেন, হেলেন কেলার ইন্টারন্যাশনালের উদ্যোগে প্রায় ২৭ হাজারের বেশি কর্মীদের স্ক্রিনিং করা, হাজার হাজার কর্মীর রোগ নির্ণয় করা এবং শত শত ব্যক্তিকে ভর্তুকিযুক্ত চশমা বিতরণ করা একটি মাইলফলক। এ উদ্যোগ শেষে চক্ষু স্বাস্থ্য পরিষেবা গ্রহণ ১৪% থেকে ৯৩% এ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। এই উন্নতিগুলো শুধু পরিসংখ্যানগত ছিল না; তারা শ্রমিকদের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছে। প্রকল্পের শেষ নাগাদ ৯৭% উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম করেছে, যা শুরুতে ৮৪% ছিল।

তিনি বলেন, চোখের সেবা এবং পুষ্টি উভয়ের উপর গুরুত্ব আরোপ করে কর্মক্ষেত্রে পারফরম্যান্স বৃদ্ধিতে হেলেন কেলার ইন্টারন্যাশনালের চক্ষু সেবা নিয়া কাজ করার জন্য যা যা প্রয়োজন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় তাতে সহযোগিতা করবে। গার্মেন্টস সেক্টর নিয়া অনেক ষড়যন্ত্র হচ্ছে। ভেতরে ও বাহিরে কীভাবে সরকারকে দুর্বল করা যায় সে ষড়যন্ত্র বানচাল করে আমরা চেষ্টা করছি। এ সেক্টরকে স্বচ্ছ ও গতিশীল করার জন্য আমরা কাজ করছি। কর্মশালায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, হেলেন কেলার ইন্টারন্যাশনাল এর প্রতিনিধিরা, বিজিএমইএ এর সাপোর্ট কমিটির সদস্যরা, অপথালমোলজিকাল সোসাইটি অব বাংলাদেশের প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/