স্পোর্টস ডেস্ক : আইসিসি অনুর্ধ্ব-১৯ নারী টি২০ বিশ্বকাপের দল আজ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী বছর ১২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে ছোটদের এই বিশ্বকাপ।
ডি-গ্রুপে বাংলাদেশ লড়বে অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ডের বিপক্ষে।
এই টুর্নামেন্টেকে সামনে রেখে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল আগামী ৩-৯ জানুয়ারি শ্রীলংকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে চারটি টি২০ ম্যাচ খেলবে।
এ উপলক্ষে বাংলাদেশ দল ২ জানুয়ারি কলম্বোর উদ্দেশ্যে দেশত্যাগ করবে।
স্কোয়াড : সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিফা আশিমা ইরা (সহ-অধিনায়ক), মোসাম্মত ইভা, ফাহোমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার শোভা, সুমাইয়া আক্তার সুবর্না, নিশিতা আক্তার নিশি, লাকি খাতুন, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, সাদিয়া ইসলাম।
স্ট্যান্ড-বাই : আশরাফি ইয়াসমিন অর্থি, লেকি চাকমা, আরভিন তানি, মেহেরুন নেসা।
https://slotbet.online/