ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আজ বিনিয়োগকারীদের জন্য আরো উন্নত ও সহজ সেবা প্রদানের লক্ষ্যে সিলেট সিটি করপোরেশন , রংপুর সিটি করপোরেশন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি’র সাথে পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
এই চুক্তিগুলো বিডা’র অনলাইন ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মে সাতটি নতুন পরিষেবা চালু করবে, যার লক্ষ্য বিনিয়োগকারীদের জন্য সেবার গতি, স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধি করা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিডা’র নির্বাহী সদস্য ড. খন্দকার আজিজুল ইসলামের সভাপতিত্বে নগরীর বিডা সম্মেলন কক্ষে আয়োজিত এ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডা ও বেজার চেয়ারম্যান জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
সাউথইস্ট ব্যাংক পিএলসি’র সাথে বিডা’র নির্বাহী সদস্য ড.খন্দকার আজিজুল ইসলাম এবং সিলেট ও রংপুর সিটি কর্পোরেশন এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাথে বিডা’র মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রয় স্বাক্ষর করেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন,‘বিনিয়োগকারীদের উন্নত সেবা নিশ্চিত করতে বিডা ওএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের লক্ষ্য হলো সেবা গ্রহণ প্রক্রিয়াকে সহজতর করা। বর্তমানে আমরা ওএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে বিডার ২৩ টিসহ মোট ৪৮টি প্রতিষ্ঠানে ১৩৩টি সেবা দিয়ে আসছি।’
২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিনিয়োগকারীদের প্রায় ১ লাখ ৭০ হাজার আবেদনের সেবা দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এর মধ্যে মাত্র ৫ হাজার অন্য প্রতিষ্ঠানের সেবা প্রদান করা হয়েছে, যা প্রত্যাশিত নয়।
বিনিয়োগকারীদের বিডা ওএসএস-এ আরো উৎসাহিত করার কথা জানিয়ে বিডা চেয়ারম্যান বলেন, এটি শুধু সময় সাশ্রয় করবে না, বরং অন্য প্রতিষ্ঠানের সেবা প্রাপ্তির কার্যক্রম আরো সুষ্ঠুভাবে মনিটরিং করতে সহায়তা করবে।
সভাপতির বক্তব্যে বিডা সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম বলেন,‘আজ চারটি সংস্থার সাথে সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে ওএসএস প্ল্যাটফর্মে ৭টি নতুন সেবা যুক্ত হবে। বিনিয়োগকারীদের মধ্যে ওএসএস সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। না হলে সেবা প্রদান প্রক্রিয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিনিয়োগকারীদের সময় ও অর্থ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।’
অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক নূর উদ্দিন মো. সাদেক হোসেন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব মঞ্জুরুল হক, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী রেজাই রাফি সরকার এবং রংপুর সিটি কর্পোরেশনের প্রতিনিধি জয়শ্রী রানী রায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ও বক্তব্য দেন।
আবু মুহাম্মদ নুরুল হায়াত টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
https://slotbet.online/