রিয়াজুল ইসলাম বাচ্চু, ঢাকা থেকে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রশাসনের মধ্যে স্বৈরাচারের ভূত বসে আছে। এদেরকে তাড়াতে না পারলে অন্তবর্তীকালীন সরকারের কোনো প্রচেষ্টা সফল হবে না।’
আজ শনিবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক শিক্ষক সমাবেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এই শিক্ষক সমাবেশ হয়। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সারা দেশে থেকে কয়েক হাজার শিক্ষক এ সমাবেশে যোগ দেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা এখন বর্তমান যে সরকার এসেছে, অধ্যাপক মুহাম্মদ ইউনুস সাহেবের নেতৃত্বে এই সরকার তো, আন্দোলন যারা করছে, আমরা সবাই মিলে এই সরকারকে দায়িত্ব দিয়েছি দেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য। আমরা তাদেরকে অবশ্যই সময় দিচ্ছি, সময় দেবো। কিন্তু বারবার প্রশ্ন আসে যে, কতদিন সময় দেবেন? আমরা সেই পর্যন্ত সময় দেবো যে পর্যন্ত একটা যৌক্তিক সময়ে তারা (অন্তবর্তীকালীন সরকার) একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারেন। আমরা বিশ্বাস করি, রাজনীতি করি, আন্দোলন করেছি, জান দিয়েছি-প্রাণ দিয়েছি একটা লক্ষ্যে যে আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা কোনো বিরাজনীতিকরণের রাজনীতিতে বিশ্বাস করি না। আবারই মাইনাস টু দেখতে চাই না। আমরা আবার এই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না। আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ উদারপন্থি গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই। তার জন্যে আমরা তাদের হাতেই (অন্তবর্তীকালীন সরকার) দায়িত্ব দিয়েছি। আমরা মনে করেছি, এরা যোগ্য মানুষ তারা কাজ করছেন। তাদেরকে অতি দ্রুততার সঙ্গে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি ।”
বৃষ্টি উপেক্ষা করে বাংলাদেশ শিক্ষক সমিতি -বাকশিস ও বাংলাদেশ শিক্ষক সমিতি -বাশিস ঝালকাঠি জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এর নেতৃত্বে অর্ধশত শিক্ষক ব্যানার নিয়ে ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যোগদান করেন।
https://slotbet.online/