সরদার মহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি বাগেরহাট : বাগেরহাটের রামপালে ১ নং গৌরম্ভা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কাপাশডাঙ্গা বাজার থেকে গ্রহনখালীর প্রধান সড়ক শেষ পর্যন্ত ,অর্থ্যাৎ পাওয়ার প্লান্টে আনছার ক্যাম্প সংলগ্ন, রাস্তা টার বর্তমান খুব বেহাল দশা, সড়ক টি বিভিন্ন জায়গা ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
এতে ভোগান্তির শিকার হচ্ছেন বিভিন্ন পেশার মানুষ ও বিশেষ করে অনেক সময় অসুস্থ রোগী নিয়ে যাতায়াত করতে হয় এই রাস্তা দিয়ে,দেখার কেউ নাই বর্তমানে মানুষের চলাচলের খুব সমস্যা হয়ে পড়ছে, এই রাস্তা টার ডাবল ইটের কাজ করেন ২০১৯ সালে তৎকালীন চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন গাজী, তার পর থেকে আজও কোন পুনঃ মেরামতের কাজ হয়নি।
কাপাশডাঙ্গা বাজার থেকে গ্রহনখালী পর্যন্ত সরজমিনে যেয়ে দেখা যায় , এবং আরো অনেক জায়গায় রাস্তা নদীর সাথে ভেঙে যাচ্ছে মেরামতের অভাবে, আর এই ভাবে যদি চলতে থাকে কিছু দিন তাহলে রাস্তা থেকে হেটে যাওয়া ও কোন পরিবেশ থাকবে না, এই রাস্তা থেকে প্রত্যেক দিন প্রায় ৪০০/৫০০ মানুষ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজের জন্য যায়।
(কাপাশডাঙ্গা বর্নি ছায়রাবাদের ও বাশেরহুলার অধিকাংশ মানুষ এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে) এই রাস্তা টা যদি দ্রুত মেরামত না করা হয় তাহলে অনেক ভোগান্তি পড়বে, তাই জনসাধারণের দাবী দ্রুত রাস্তাটি সংস্কারের কাজ করার জন্য কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করেন ।
https://slotbet.online/