• সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
গণপূর্তের ১২ জন মাফিয়া চক্রের অনিয়ম ও দুর্নীতি’র বিরুদ্ধে মাঠে নেমেছে দুদকের অনুসন্ধানী টিম। প্রবাসী সাংবাদিক সজীব আল হোসাইন এর জন্মদিন উদযাপন! ঝালকাঠিতে ছাত্র জনতার গণ-অভ্যুত্থান স্মরণে ‘রেমিট্যন্স যোদ্ধা’ দিবস উদযাপন। “ভুয়া নয়, প্রকৃত মুক্তিযোদ্ধারাই জাতীয় গৌরব”—চসিক মেয়র ডা. শাহাদাত। নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ‘গোপন বৈঠক’, গ্রেপ্তার ২২, মেজর হেফাজতে। নলছিটি কৃষক দলের আয়োজনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান। গণপূর্তের ‘বিতর্কিত’ প্রকৌশলীদের দিকে দুদকের নজর : তালিকায় আছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম সোহরাওয়ার্দী এবং নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব গং। ঝালকাঠির সাওরাকাঠি বালিকা বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত । ইতালিতে নরসিংদী জেলা সমিতির আনন্দ ভ্রমন অনুষ্ঠিত। রাজারহাটে জনগণের পাশে জামায়াত,ঘড়িয়ালডাঙ্গার কর্দমাক্ত রাস্তায় ফিরে এলো হাঁটাচলার স্বস্তি।

বিশ্বের ৭৮ কোটির বেশি মানুষ ক্ষুধায় দিন কাটায় : জাতিসংঘ

Reporter Name / ৩৮৫ Time View
Update : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

খবরজনতা ডেস্ক:

বিশ্বব্যাপী খাদ্যের এক-পঞ্চমাংশ অপচয় হচ্ছে এবং ৭৮ কোটির বেশি মানুষ ক্ষুধায় দিন কাটাচ্ছে। এ ছড়া একজন বছরে গড়ে ৭৯ কেজি খাবার নষ্ট করে। আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবসের তিন দিন আগে গত বুধবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে জাতিসংঘের পরিবেশবিষয়ক কর্মসূচি-ইউএনইপি। আন্তর্জাতিক সংস্থাটির ‘খাবার অপচয় সূচক প্রতিবেদন-২০২৪’ বলছে, ২০২২ সালে ১০০ কোটি টনের বেশি খাবার নষ্ট হয়েছে।

ইউএনইপির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। ব্রিটিশ গণমাধ্যমটি বলছে, জাতিসংঘের পরিবেশবিষয়ক কর্মসূচির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে ২০২২ সালে বাসাবাড়ি, খাদ্য সেবা ও খুচরা পর্যায়ে মোট খাদ্যের প্রায় ১৯ শতাংশ, অর্থাৎ, ১০০ কোটি টনের বেশি খাবার অপচয় হয়েছে। ওই সময় বাংলাদেশে গড়ে একজন ব্যক্তি বছরে ৮২ কেজি খাবার অপচয় করেছেন। ২০১৯ সালের গবেষণার ওপর ভিত্তি করে সংস্থাটি ২০২১ সালে যে রিপোর্ট দিয়েছিল, তাতে বলা হয়েছিল—একজন বাংলাদেশি বছরে ৬৫ কেজি খাদ্য উপাদান কিংবা তৈরি খাদ্য নষ্ট করে। ইউএনইপির আগের প্রতিবেদনের সঙ্গে এসব তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, আগের চেয়ে ২০২২ সালে খাদ্য অপচয় বা খাদ্য উপাদান কিংবা তৈরি খাদ্য নষ্ট করার প্রবণতা বেড়েছে।

বিবিসি আরও জানিয়েছে, ফুড ওয়েস্ট ইনডেক্স রিপোর্ট-২০২৪ শীর্ষক ওই প্রতিবেদনে পাওয়া তথ্য অনুযায়ী, সেই সময়ে বাংলাদেশের খাদ্য অপচয়ের এ প্রবণতা ছিল ভারত, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি। জাতিসংঘের হিসেবে বাসাবাড়িতে এক ব্যক্তি বছরে গড়ে ভারতে ৫৫, যুক্তরাজ্য ৭৬, যুক্তরাষ্ট্র ৭৩ ও রাশিয়ায় ৩৩ কেজি খাবার অপচয় করেছে। তবে, এ হিসেবে খাবারের সবচেয়ে বেশি অপচয় হয়েছে মালদ্বীপে ২০৭ কেজি আর সবচেয়ে কম হয়েছে ১৮ কেজি-মঙ্গোলিয়ায়।

তথ্য বলছে, বিশ্বব্যাপী একদিকে যেমন খাদ্যের এক-পঞ্চমাংশ অপচয় হচ্ছে, অন্যদিকে ক্ষুধায় দিন কাটাচ্ছে ৭৮৩ মিলিয়ন (৭৮ কোটি ৩০ লাখ) মানুষ। ২০২২ সালে ১০০ কোটি টনের বেশি খাবার নষ্ট হয়েছে, যার বেশির ভাগই অপচয় হয়েছে বাসাবাড়িতে।

এদিকে, এক্স হ্যান্ডেলের এক পোস্টে ইএন নিউজ জানিয়েছে, বিশ্বব্যাপী খাদ্যের এক-পঞ্চমাংশ অপচয় হচ্ছে এবং ৭৮৩ মিলিয়ন মানুষ ক্ষুধায় দিন কাটাচ্ছে। আরও বলা হয়েছে, মানুষ গড়ে বছরে ৭৯ কেজি খাবার নষ্ট করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/