খবর জনতা ডেস্ক:
ঈদের ছুটি চলাকালে ঢাকায় কোনো ধরনের সমস্যা দেখা দিলে যত দ্রুত সম্ভব জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
তিনি বলেন, ‘ঈদের ছুটিতে ঢাকা প্রায় ফাঁকা হয়ে যায়। তাই কেউ বিপদে পড়লে আমাদের কন্ট্রোল রুমের নম্বরে জানান অথবা জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করুন। যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে।’
শুক্রবার রাজারবাগ কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে পুলিশ সদস্যদের কিরাত, হামদ-নাত ও আজান প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আইজিপি আরও বলেন, ‘ফাঁকা ঢাকায় ডাকাতি, যানজটের সব বিষয় বিবেচনায় নিয়ে আমরা আগের বছরগুলোতে যে ব্যবস্থা নিয়েছি, এবারও একই ব্যবস্থা নেব।’
জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ না করতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘এমনভাবে ভ্রমণ করুন যাতে আপনাকে কোনো ধরনের ঝুঁকির সম্মুখীন হতে না হয়। আমি সব যাত্রীদের এটাই অনুরোধ করছি।’
তিনি বলেন, এবার ঈদের ছুটি দীর্ঘ সময়ের হতে পারে। বিভিন্ন স্থানের পাশাপাশি সব বিনোদন স্পটের নিরাপত্তার কথা মাথায় রেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ব্ল্যাক টিকিট বাজারজাতকরণের সঙ্গে সহজডটকমের সম্পৃক্ততার বিষয়ে আইজিপি বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ পেলেই আমরা ব্যবস্থা নিই। যাত্রীদের হয়রানির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’ source : unb
https://slotbet.online/