খবর জনতা ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হয়ে এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম গোলাম মোস্তফা।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে অসুস্থ হওয়ার পর ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন।
কারাগার সূত্রে জানা যায়, সকালে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গোলাম মোস্তফা। এরপর কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মো. গোলাম মোস্তফা কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার বাবার নাম নজরুল ইসলাম। তার হাজতি নম্বর ১০৬১৬/২৪।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে তার ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
https://slotbet.online/