রাজধানীর বনানীতে গোডাউন বস্তিতে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে এই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বস্তির দুই শতাধিক কাঁচাঘর। গৃহহীন হয়ে পড়েছেন কয়েকশ মানুষ।
রোববার (২৪ মার্চ) বিকেল ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ারের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম। এর আগে বিকেল ৪টা ৫ মিনিটে বনানী ১নং গেইটের পাশের এই বস্তিতে আগুনের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে। সঙ্গে যোগ দেয় সেনাবাহিনীও। রাজধানীর যানজটের কারণে কয়েকটি ইউনিট আসতে দেরি হওয়ায় আগুন নেভাতে সময় লাগে। ততক্ষণে বস্তিটির বেশির ভাগ পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ লাগা এই আগুনে তাড়াহুড়ো করে বের হয়ে যাওয়ায় অনেকে ঘরের কোনো জিনিসপত্র বের করতে পারেননি। এতে তাদের সর্বস্ব হারিয়ে তারা এখন চোখে-মুখে শুধু অন্ধকার দেখছেন।
আগুনে পুড়ে যাওয়া ঘরের সামনে দাঁড়িয়ে কাঁদছিলেন সালমা। তিনি তার একমাত্র ছেলেকে নিয়ে কোনো রকম বের হতে পারলেও ঘরের কোনো জিনিসপত্র বের করতে পারেননি। তার স্বামী রিকশা চালান। তাদের অন্য কোনো অবলম্বন না থাকায় এখন পুরোপুরিই নিঃস্ব হয়ে গেছেন বলে জানান সালমা।
শুধু সালমা নন, এই বস্তিতে থাকা বেশির মানুষের অবস্থা একই। শেষ সম্বলটুকু হারিয়ে তারা এখন দিশেহারা। নগরবাসী যখন ঈদের আনন্দে মেতে ওঠার অপেক্ষায় তখন তারা ‘স্বপ্ন’ পুড়ে যাওয়ার কষ্টে মুহ্যমান।
গত কয়েক দিন ধরেই দেশে অস্বাভাবিক অগ্নিকাণ্ড ঘটছে। আজ এটি ছাড়াও আরও দুটি আগুনের ঘটনা ঘটে। ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাউছিয়া মার্কেটে আগুন লেগে পুড়ে গেছে শতাধিক দোকান। দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি সুপারবোর্ডের কারখানায় লাগা আগুন পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি।source : dhakamail
https://slotbet.online/