গার্মেন্ট কোম্পানির অবসরপ্রাপ্ত চাকরিজীবী মো: দেলোয়ার হোসেন জলদস্যুদের হাতে ছেলে তারেকুল ইসলাম তারেকের বন্দী হওয়ার খবরটি প্রথম পেয়েছিলেন মোবাইলে একটি হোয়াটসঅ্যাপ ম্যাসেজে গতকাল মঙ্গলবার দুপুর ৩টায়। ‘আব্বু আমাকে মাফ করে দিও’ ছেলের ম্যাসেজ পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। ঠিক ওই সময়ে তার বড় ছেলে মো: হাসান তাকে ফোন করে জানতে চান তিনি কোনো ম্যাসেজ পেয়েছেন কিনা। তখন তিনি তারেকের এই ম্যাসেজের কথা জানিয়ে জানতে চান ওদের কোনো সমস্যা হয়েছে কিনা? তখন বড় ছেলে হাসানই তাকে বলেন, ‘তারেকদের জাহাজ হাইজ্যাক হয়ে গেছে। সোমালিয়ান জলদস্যুরা ওদের শিপে অ্যাটাক করছে। ওদেরকে একটা রুমে আটকায় দিয়ে ওদের ক্যাপ্টেনকে খুঁজতেছে।’
এরপর সকাল ৭টা ৮ মিনিটে আরেকটি ম্যাসেজ দেন তারেক তার বাবার হোয়াটসঅ্যাপে। সেখানে তিনি লিখেন,‘সারি করলাম। ফোন একটা লুকায় রাখছি। কতক্ষণ পারবো জানি না। দোয়া কইরেন। ভালো থাইকেন। আম্মুকে বইলেন টেনশন না করতে।’
দেলোয়ার হোসেন বলেন, সারি করলাম মানে জাহাজটি সোমালিয়ার কোনো ক্যানেলে নিয়ে গিয়েছে। ওদের শীপে ২০ জনের মতো জলদস্যু উঠে গেছে। আরো শতাধিক জলদস্যু রয়েছে আশেপাশে। ওদের নামিয়ে কোথায় বন্দী করা হবে। এখন যদি শিপ কোম্পানি কিংবা সরকার কিছু করে তাহলে হয়তো কোনো ফায়সালা হবে। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত সরকার কিংবা জাহাজ কোম্পানির কেউ তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি বলেও তিনি জানান।
হাসিনা বেগম বলেন,‘আমরা সরকারের কাছে একটাই দাবি জানাচ্ছি, আপনারা দেখেন, কিভাবে আমাদের বাচ্চাদের জীবিত ফিরিয়ে আনা যায়। বাংলাদেশের ২৩টি বাচ্চার মায়ের কোল খা-খা করতেছে।’
ছকড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধা রানী দাস বলেন,‘আমাদের স্কুলেই পড়াশুনা করেছে তারেক। সে অত্যন্ত ভদ্র এবং বিনয়ী। আমরা চাই আবার সে আমাদের মাঝে ফিরে আসবে। এ ব্যাপারে সরকার যথাযথ ব্যবস্থা নিবে এটিই আমাদের প্রত্যাশা।’
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, আমরা খবরটি জানতে পেরে মধুখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি অপহত ওই জাহাজ কর্মকর্তার পরিবারের সাথে যোগাযোগ রাখতে। তবে ফরিদপুরের একজনের বিষয় নয় এটি। সোমালিয়ার জলদস্যুদের হাতে আটক ২৩ জনকে উদ্ধারেই পররাষ্ট্র মন্ত্রণালয় তৎপর। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে তাদের উদ্ধার করতে পারবো। source : nayadiganta
https://slotbet.online/