গাজার হামাদ শহরে ইসরাইলি বাহিনীকে অতর্কিত হামলা করেছে হামাস। দলটির সামরিক শাখা কাসাম ব্রিগেড এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার (১২ মার্চ) আল জাজিরা জানিয়েছে, কাসাম ব্রিগেড বলেছে, তাদের একটি দল ইসরাইলি পদাতিক ইউনিটকে একটি ‘আঁটসাঁট অতর্কিত আক্রমণে’ আটকে ফেলে। দক্ষিণ শহর খান ইউনিসের উত্তরে হামাদ সিটি কমপ্লেক্সে শূন্য দূরত্ব থেকে তাদের সদস্যদের সাথে সংঘর্ষ হয়।
গোষ্ঠীটি আরো জানিয়েছে, তারা ইসরাইলি হেলিকপ্টারগুলোকে নিহত ও আহত সেনাদের অপারেশনের স্থান থেকে সরিয়ে নিতে দেখেছে।
সূত্র : আল জাজিরা
https://slotbet.online/